শ্রমবাজার ইস্যুতে একাধিক বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঢাকা পৌছান তিনি ও সফরসঙ্গীরা। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক মুহাম্মদ খায়ের রাজমান বিন মুহাম্মদ আনওয়ারসহ কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বিকাল ৫ টার দিকে সেনা কল্যাণ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধির সাথে বৈঠকে করেন তিনি এসময় বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি উপস্থিত ছিলেন
রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সঙ্গে নৈশভোজে অংশ নিবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল
পরদিন রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুপুর ১২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরেই তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে