শ্রমবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনার জন্য আজ (শনিবার) ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক মুহাম্মদ খায়ের রাজমান বিন মুহাম্মদ আনওয়ার। সফরে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের নানা বিষয়ে আলোচনা হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ি শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকায় পৌঁছাবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমানবন্দর থেকে সরাসরি তিনি হোটেলে যাবেন সেখানে বিকাল সাড়ে ৪ টায় সেনা কল্যাণ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে
শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সঙ্গে নৈশভোজে অংশ নিবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল
পরদিন রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বৈঠকে শ্রমবাজার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে দুপুর ১২ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরেই তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছেদুই