ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

শ্রমবাজার নিয়ে মতবিনিময়ে ব্যবসায়িদের হাতাহাতি, মন্ত্রণালয় ইস্যুতে দুই গ্রুপের ঐক্যমত

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারে কর্মী পাঠাতে সব বৈধ এজেন্সির সমান সুযোগের দাবিতে মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) দু-গ্রুপের সদ্যদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বায়রার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্যকে কেন্দ্র করে কয়েক দফা তুমুল হট্টগোল ও বাদানুবাদে জড়িয়ে পড়ে বায়রার সদস্যরা। একপর্যায় দু-গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বায়রার সিনিয়ির নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বভাবিক হয়।

এরপর সভায় নেতারা মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারে কর্মী পাঠাতে সব বৈধ এজেন্সির সমান সুযোগের বিষয়ে একই বক্তব্য রাখেন। একইসাথে মন্ত্রণালয় ইস্যুতে দুই গ্রুপের মধ্যে ঐক্যমত দেখা দেয়। তারা বলেন, সকল রিক্রুটিং এজেন্সির জন্য সব শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মন্ত্রনালয় কিংবা সরকারকে জড়িয়ে কোনো আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

সভায় বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান, মালয়েশিয়ার সরকার পরিবর্তন হয়েছে তাই দুদেশের মধ্যকার এমইউ চুক্তিতে কিছুটা পরিবর্তন এনে সবার জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যাতে করে বিদেশগামী কর্মীদের অভিবাসন খরচ কমানো সম্ভব।

মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসবেন তাই এবিষয়ে তাদের সাথে আলোচনা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর প্রতি মত বিনিময় সভায় আহবান জানান বায়রার সভাপতি।

অনুষ্ঠানে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, বায়রার সকল নেতৃবৃন্দকে এক কাতারে নিয়ে এসে ইসি কমিটিতে বসতে হবে। যাতে নিজেদের মধ্যকার আত্নহংকার, ক্ষমতার লড়াই পরিহার করে নেতৃবৃন্দের ভিতরে ঐক্যমতে পৌছানো যায়। সকল সদস্যের স্বার্থে এই ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুনির্দিষ্ট পথ বের করতে হবে।

তিনি আরো বলেন, যদি সরকার এবং মন্ত্রনালয়ের সাথে সন্মানের সাথে ভালো সম্পর্ক রাখা যায় একইসাথে মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কিত সমস্যার সামাধান নিয়ে পরামর্শ মূলক আলোচনা করা যায় তাহলে মালয়েশিয়া শ্রমবাজার সবার জন্য উন্মক্ত করা সম্ভব।

মতবিনিময় সভায় বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ বলেন, সকলেরে জন্য সকল দেশের বাজার উন্মুক্ত রাখার ক্ষেত্রে কারো দ্বিমত নেই। তবে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেবিষয়ে বায়রার বর্তমান ইসি কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিতে হবে এবং সেইপথেই অগ্রসর হতে হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ইস্যু নিয়ে নিজেদের মধ্য মতানৈক্য থাকতে পারে তবে এবিষয়ে সরকারকে কিংবা মন্ত্রনালয়কে জড়ানো ঠিক নয়। এটা কোনো রাজনৈতিক ইস্যু না। বায়রা একটি ব্যবসায়িক সংগঠন। সুতরাং সবাইকে বুঝে শুনে সতর্কভাবে কথা বলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বায়রার সিনিয়র ও বর্তমান ইসি কমিটির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

শ্রমবাজার নিয়ে মতবিনিময়ে ব্যবসায়িদের হাতাহাতি, মন্ত্রণালয় ইস্যুতে দুই গ্রুপের ঐক্যমত

আপডেট: ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারে কর্মী পাঠাতে সব বৈধ এজেন্সির সমান সুযোগের দাবিতে মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) দু-গ্রুপের সদ্যদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বায়রার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্যকে কেন্দ্র করে কয়েক দফা তুমুল হট্টগোল ও বাদানুবাদে জড়িয়ে পড়ে বায়রার সদস্যরা। একপর্যায় দু-গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বায়রার সিনিয়ির নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বভাবিক হয়।

এরপর সভায় নেতারা মালয়েশিয়াসহ সকল শ্রমবাজারে কর্মী পাঠাতে সব বৈধ এজেন্সির সমান সুযোগের বিষয়ে একই বক্তব্য রাখেন। একইসাথে মন্ত্রণালয় ইস্যুতে দুই গ্রুপের মধ্যে ঐক্যমত দেখা দেয়। তারা বলেন, সকল রিক্রুটিং এজেন্সির জন্য সব শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মন্ত্রনালয় কিংবা সরকারকে জড়িয়ে কোনো আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

সভায় বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান, মালয়েশিয়ার সরকার পরিবর্তন হয়েছে তাই দুদেশের মধ্যকার এমইউ চুক্তিতে কিছুটা পরিবর্তন এনে সবার জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যাতে করে বিদেশগামী কর্মীদের অভিবাসন খরচ কমানো সম্ভব।

মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসবেন তাই এবিষয়ে তাদের সাথে আলোচনা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর প্রতি মত বিনিময় সভায় আহবান জানান বায়রার সভাপতি।

অনুষ্ঠানে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, বায়রার সকল নেতৃবৃন্দকে এক কাতারে নিয়ে এসে ইসি কমিটিতে বসতে হবে। যাতে নিজেদের মধ্যকার আত্নহংকার, ক্ষমতার লড়াই পরিহার করে নেতৃবৃন্দের ভিতরে ঐক্যমতে পৌছানো যায়। সকল সদস্যের স্বার্থে এই ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুনির্দিষ্ট পথ বের করতে হবে।

তিনি আরো বলেন, যদি সরকার এবং মন্ত্রনালয়ের সাথে সন্মানের সাথে ভালো সম্পর্ক রাখা যায় একইসাথে মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কিত সমস্যার সামাধান নিয়ে পরামর্শ মূলক আলোচনা করা যায় তাহলে মালয়েশিয়া শ্রমবাজার সবার জন্য উন্মক্ত করা সম্ভব।

মতবিনিময় সভায় বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ বলেন, সকলেরে জন্য সকল দেশের বাজার উন্মুক্ত রাখার ক্ষেত্রে কারো দ্বিমত নেই। তবে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেবিষয়ে বায়রার বর্তমান ইসি কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিতে হবে এবং সেইপথেই অগ্রসর হতে হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ইস্যু নিয়ে নিজেদের মধ্য মতানৈক্য থাকতে পারে তবে এবিষয়ে সরকারকে কিংবা মন্ত্রনালয়কে জড়ানো ঠিক নয়। এটা কোনো রাজনৈতিক ইস্যু না। বায়রা একটি ব্যবসায়িক সংগঠন। সুতরাং সবাইকে বুঝে শুনে সতর্কভাবে কথা বলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বায়রার সিনিয়র ও বর্তমান ইসি কমিটির নেতৃবৃন্দরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।