২০২৩ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ- (হাব)। এবছর বেসরকারিভাবে হজ পালনে ন্যূনতম ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে হাবের সভাপতি জানান, কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজে ন্যূনতম ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে হজ এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন প্যাকেজ বানাতে পারবে।
গেল বছরের তুলনায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ বেড়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে গেল বছর খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
এছাড়া গেল বুধবার সরকারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চলতি বছর সরকারি ব্যবপস্থাপনায় হজযাত্রীদের খরচ নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৬৭৮ টাকা। মিনার তাবুর ফি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মিনার তাবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরির ভিত্তিতে বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে ৯ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে হজ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে পারবেন, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারিভাবে ১৫ হাজার এবং বেসরকারিভাবে ১ লাখ ১২ হাজার ১৯৮ হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে এবছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।