ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

মালয়েশিয়া গেছে ৫৬ হাজার ক‍র্মী, কলিং ১ লাখ ২০ হাজার

Print Friendly, PDF & Email

 

শ্রমবাজার চালু পর থেকে এখন প‍‍র্যন্ত মালয়েশিয়া গেছে ৫৫ হাজার ৯ ক‍র্মী৤ এই সময়ে মালয়েশিয়া থেকে ক‍‍র্মীদের নামে  কলিং ভিসা ইস্যু হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি৤  এখন পূ‍‍র্ণ‍‍ গতিতে দেশটিতে ক‍‍র্মী পাঠানোর কাজ করছে দুই দেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরসহ অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো৤ চাইনিজ নবব‍‍র্ষ আমেজ শেষে ফেব্রুয়ারি থেকে এই কা‍‍র্যক্রমে আরো গতি পাবে বলে জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা৤

রবিবার ( ২৯ জানুয়ারি) প‍‍র্যন্ত মালয়েশিয়াগামী ৬৯ হাজার ৩১০ জন ক‍‍র্মীকে বহি‍‍র্গমন ছাড়পত্র দিয়েছে জনশক্তি ক‍‍‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি৤

এদিকে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং মালয়েশিয়াগামী কর্মীদের ভিসা ইস্যুতে সহযোগিতা করা প্রতিষ্ঠান এমইএফসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন প‍‍র্যন্ত মালয়েশিয়া থেকে ২ লাখ ৪০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র অনুমোদন দেয়া হয়েছে।এমইএফসি থেকে জানা গেছে, তাদের কাছে ই-ভিসার জন্য পাসপো‍‍র্ট জমা পড়েছে মোট  ১ লাখ ১১ হাজার ৯৬৬ টি৤  ই-ভিসা ইস্যু হয়েছে ১ লাখ  ১২০ টি৤

বিএমইটি তথ্য বলছে, এখন প‍‍র্যন্ত  ৬৯ হাজার ৩১০ ক‍‍র্মীর অনুকূলে ছাড়পত্র দেয়া হয়েছে৤  সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়া গিয়েছেন ৫৩ হাজার ৭০৯ ক‍র্মী৤

২০২১ সালের ১৯ ডিসম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর, গেল বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫ টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পায়৤ এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার৤ সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি ক‍‍র্মী পাঠাচ্ছে দেশটিতে।

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

মালয়েশিয়া গেছে ৫৬ হাজার ক‍র্মী, কলিং ১ লাখ ২০ হাজার

আপডেট: ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
Print Friendly, PDF & Email

 

শ্রমবাজার চালু পর থেকে এখন প‍‍র্যন্ত মালয়েশিয়া গেছে ৫৫ হাজার ৯ ক‍র্মী৤ এই সময়ে মালয়েশিয়া থেকে ক‍‍র্মীদের নামে  কলিং ভিসা ইস্যু হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি৤  এখন পূ‍‍র্ণ‍‍ গতিতে দেশটিতে ক‍‍র্মী পাঠানোর কাজ করছে দুই দেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরসহ অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো৤ চাইনিজ নবব‍‍র্ষ আমেজ শেষে ফেব্রুয়ারি থেকে এই কা‍‍র্যক্রমে আরো গতি পাবে বলে জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা৤

রবিবার ( ২৯ জানুয়ারি) প‍‍র্যন্ত মালয়েশিয়াগামী ৬৯ হাজার ৩১০ জন ক‍‍র্মীকে বহি‍‍র্গমন ছাড়পত্র দিয়েছে জনশক্তি ক‍‍‍‍র্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি৤

এদিকে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং মালয়েশিয়াগামী কর্মীদের ভিসা ইস্যুতে সহযোগিতা করা প্রতিষ্ঠান এমইএফসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন প‍‍র্যন্ত মালয়েশিয়া থেকে ২ লাখ ৪০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র অনুমোদন দেয়া হয়েছে।এমইএফসি থেকে জানা গেছে, তাদের কাছে ই-ভিসার জন্য পাসপো‍‍র্ট জমা পড়েছে মোট  ১ লাখ ১১ হাজার ৯৬৬ টি৤  ই-ভিসা ইস্যু হয়েছে ১ লাখ  ১২০ টি৤

বিএমইটি তথ্য বলছে, এখন প‍‍র্যন্ত  ৬৯ হাজার ৩১০ ক‍‍র্মীর অনুকূলে ছাড়পত্র দেয়া হয়েছে৤  সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়া গিয়েছেন ৫৩ হাজার ৭০৯ ক‍র্মী৤

২০২১ সালের ১৯ ডিসম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর, গেল বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫ টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পায়৤ এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার৤ সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি ক‍‍র্মী পাঠাচ্ছে দেশটিতে।