দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ২০২৩ সালের হজ যাত্রীদের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে বলে প্রকাশ করা হলেও প্রকৃতপক্ষে খরচ কমানোর এই খবরটি কেবলমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য প্রযোজ্য।
মঙ্গলবার (১৭ জানুয়ারি), হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) এর মহাসচিব ফারুক আহমদ সরদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের হজযাত্রীদের খরচ কমানোর খবরটি কেবলমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য প্রযোজ্য।
হজযাত্রীদের ৩০ শতাংশ খরচ কমানোর সংবাদ প্রকাশের পর হজের মত একটি স্পর্শকাতর বিষয়ে যেন কোন ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন ফারুক আহমদ। বাংলাদেশ অথবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজ যাত্রীদের জন্য ইহা প্রযোজ্য নয় বলেও জানান হাবের মহাসচিব।