ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

আগামী এক বছর দক্ষ কর্মী পাঠানোকে গুরুত্ব দেয়া হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

Print Friendly, PDF & Email

 

আগামী এক বছর বিদেশে দক্ষ কর্মী পাঠানোকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (১৮ ডিসেম্বর ) রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান, “বিদেশে দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর সাথে একযোগে কাজ করা হবে। তাই ২০২৩ অভিবাসী দিবসে আরো ভালো খবর দেয়ার আশা প্রকাশ করেন তিনি।”

মন্ত্রী ইমরান আহমদ জানান, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম ডিজিটাল করা হয়েছে। ফলে সেবা প্রদান ও সেবা গ্রহণ প্রাপ্তি সহজ হয়েছে।” এছাড়াও প্রবাসীদের যে কোন সমস্যা বা অভিযোগ মন্ত্রণালয়ের কাছে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেটির সমাধান করা হয় বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সঠিক বিনিময় মূল্য নিশ্চিত করতে হবে। সেইসাথে প্রবাসীদের পেনশন স্কিম চালু জরুরি। তাহলে রেমিট্যান্স বাড়বে।”

মালয়েশিয়া শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, “মালয়েশিয়া থেকে দেড় লাখের মতো কর্মীর চাহিদা পাওয়ার পরও দেশটিতে কর্মী গেছেন মাত্র ৩০ হাজার। দেশটিতে কর্মী প্রেরণে ১০০ এজেন্সি কাজ করছে। ১৬’শ এর বেশি এজেন্সি আছে। এজেন্সি কম হওয়ায় কর্মী যাওয়ার গতি কম।” তাই সবার জন্য উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতি আহবান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্যে- রাখেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, এনআরবি সি আই পি এসোসিয়েশন চেয়ারম্যান মাহতাবুর রহমান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান, বায়রা সভাপতি আবুল বাশার, আইএলও এর কান্ট্রি প্রধান তুমো পুতিয়ানীও এবং আইওএম বাংলাদেশ চীফ অব মিশন আব্দুসসাত্তার ইসব-সহ সংশ্লিষ্ট খাতের অনেকেই।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আগামী এক বছর দক্ষ কর্মী পাঠানোকে গুরুত্ব দেয়া হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট: ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

আগামী এক বছর বিদেশে দক্ষ কর্মী পাঠানোকে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (১৮ ডিসেম্বর ) রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান, “বিদেশে দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর সাথে একযোগে কাজ করা হবে। তাই ২০২৩ অভিবাসী দিবসে আরো ভালো খবর দেয়ার আশা প্রকাশ করেন তিনি।”

মন্ত্রী ইমরান আহমদ জানান, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম ডিজিটাল করা হয়েছে। ফলে সেবা প্রদান ও সেবা গ্রহণ প্রাপ্তি সহজ হয়েছে।” এছাড়াও প্রবাসীদের যে কোন সমস্যা বা অভিযোগ মন্ত্রণালয়ের কাছে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেটির সমাধান করা হয় বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সঠিক বিনিময় মূল্য নিশ্চিত করতে হবে। সেইসাথে প্রবাসীদের পেনশন স্কিম চালু জরুরি। তাহলে রেমিট্যান্স বাড়বে।”

মালয়েশিয়া শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, “মালয়েশিয়া থেকে দেড় লাখের মতো কর্মীর চাহিদা পাওয়ার পরও দেশটিতে কর্মী গেছেন মাত্র ৩০ হাজার। দেশটিতে কর্মী প্রেরণে ১০০ এজেন্সি কাজ করছে। ১৬’শ এর বেশি এজেন্সি আছে। এজেন্সি কম হওয়ায় কর্মী যাওয়ার গতি কম।” তাই সবার জন্য উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতি আহবান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্যে- রাখেন প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, এনআরবি সি আই পি এসোসিয়েশন চেয়ারম্যান মাহতাবুর রহমান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান, বায়রা সভাপতি আবুল বাশার, আইএলও এর কান্ট্রি প্রধান তুমো পুতিয়ানীও এবং আইওএম বাংলাদেশ চীফ অব মিশন আব্দুসসাত্তার ইসব-সহ সংশ্লিষ্ট খাতের অনেকেই।