নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালি’র সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
সোমবার (১২ ডিসেম্বর)সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ইতালি-আইওএমের সাথে স্বাক্ষর হওয়া চুক্তির বিষয়ে প্রেস ব্রিফিং করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা ও আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে ইমরান আহমদ মন্ত্রী জানান, বৈধ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে এবং ক্ষতিগ্রস্থ কর্মীদের সহায়তা দিতে বাংলাদেশের সাথে একটি সহযোগিতা প্রকল্পের মাধ্যমে কাজ করবে ইতালি সরকার। আর এই প্রকল্প বাস্তবায়নে সমন্বয়কারী হিসিবে থাকবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
এছাড়াও কর্মীদের বৈধভাবে বিদেশ যেতে এবং অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম, এনজিওসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের একসাথে উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নের আহ্বান জানান মন্ত্রী ইমরান আহমদ।
বৈধ অভিবাসন ব্যবস্থাপনা ও ক্ষতিগ্রস্থ প্রবাসী কর্মীদের দেশে ফেরত এনে পুনঃএকত্রীকরণ কার্যক্রমে বাংলাদেশ সরকারকে ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার কথা জানান ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা।
এছাড়াও কৃষি এবং ট্যুরিজমসহ ইতালির বিভিন্ন সেক্টোরে কর্মী চাহিদা থাকায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে দেশটীর সরকার কাজ করছে বলেও অনুষ্ঠানে জানান ইতালির রাষ্ট্রদূত এনরিকো।