সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের BOESL মাধ্যমে মালয়েশিয়া পোঁছালো ৩০ কর্মীর প্রথম দল। মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় কুয়ালালামপুর বিমান বন্দরে কর্মীরা পৌঁছালে তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ৩০কর্মী নিয়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেসময় বিমানবন্দরে কর্মীদের আনুষ্ঠানিক বিদায় জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।
মালয়েশিয়া যাওয়া এই কর্মীদের দেশটির প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশ্যে পাঠিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ ইমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
এদিকে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়ায় সন্তুষ্ট কর্মীরা। স্বল্প সময়ে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সরকারি ভাবে টাকা পয়সা ছাড়াই বিনা খরচে মালেশিয়ায় যেতে পেরে আনন্দিত তারা।
বোয়েসেল বলছে, ‘স্পেশাল ওয়ান-অব রিক্রুটমেন্ট প্রজেক্ট’ -এর আওতায় বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। ইতোমধ্যে ৬টি কোম্পানি থেকে প্রায় এক হাজার কর্মীর চাহিদা পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তিন দফায় অল্প সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়েসেলের ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত সচিব ড. মল্লিক আনোয়ার হোসেন।
গত বছরের ডিসেম্বরে কর্মী নিয়োগে মালয়েশিয়া ও বাংলাদেশ একটি সমঝোতা স্মারক সই করে। সেই চুক্তির আওতায় চলতি বছরের আগস্ট মাস থেকে কর্মী যাওয়া শুরু হয় দেশটিতে।