ঢাকা , শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার ইস্তানা নেগারা রাজ প্রাসাদে রাজা আল-সুলতান আবদুল্লাহ'র নিকট প্রধানমন্ত্রীর শপথ পাঠ করছেন আনোয়ার ইব্রাহিম।

Print Friendly, PDF & Email

 

নানা জল্পনার পর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির বিরোধী জোট পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহিম। এজন্য অবশ্য ৭৫ বছর বয়সী এই নেতাকে ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় ইস্তানা নেগারা রাজ প্রাসাদে রাজা আল-সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং একই সঙ্গে শপথ পাঠ করান। জাতীয় নির্বাচনের পাঁচদিন পর এই শপথ অনুষ্ঠিত হলো।

গেল ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে পিএইচ জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে। এছাড়া নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন।

মালয়েশিয়ার ২২২ আসনের পারলামেন্টে সরকার গঠনে যেকোনো দল বা জোটের প্রয়োজন ১১২ আসন। কোনো দল বা জোট প্রয়োজনীয় আসন না পাওয়ায় সুলতান আবদুল্লাহ আঞ্চলিক রাজাদের নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সরকার গঠনে সহায়তার জন্য বৈঠক করেন। পরে ঘোষণা দেন মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহন করবেন।

মূলত মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ও বিশেষ প্রয়োজনে হস্তক্ষেপ কিংবা সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ্।
আর নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে জোটগুলোর মধ্যে হওয়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা না যাওয়ায় এমন পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে এই উদ্যোগ নেন মালয়েশিয়ার রাজা।
সুত্রঃ বিবিসি

Tag :

মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

আপডেট: ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

নানা জল্পনার পর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির বিরোধী জোট পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহিম। এজন্য অবশ্য ৭৫ বছর বয়সী এই নেতাকে ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় ইস্তানা নেগারা রাজ প্রাসাদে রাজা আল-সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং একই সঙ্গে শপথ পাঠ করান। জাতীয় নির্বাচনের পাঁচদিন পর এই শপথ অনুষ্ঠিত হলো।

গেল ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে পিএইচ জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে। এছাড়া নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন।

মালয়েশিয়ার ২২২ আসনের পারলামেন্টে সরকার গঠনে যেকোনো দল বা জোটের প্রয়োজন ১১২ আসন। কোনো দল বা জোট প্রয়োজনীয় আসন না পাওয়ায় সুলতান আবদুল্লাহ আঞ্চলিক রাজাদের নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সরকার গঠনে সহায়তার জন্য বৈঠক করেন। পরে ঘোষণা দেন মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম বিকেলে প্রধানমন্ত্রীর শপথ গ্রহন করবেন।

মূলত মালয়েশিয়ার রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ও বিশেষ প্রয়োজনে হস্তক্ষেপ কিংবা সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রাখেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ্।
আর নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে জোটগুলোর মধ্যে হওয়া আলোচনায় তেমন কোনো অগ্রগতি দেখা না যাওয়ায় এমন পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে এই উদ্যোগ নেন মালয়েশিয়ার রাজা।
সুত্রঃ বিবিসি