হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার। বিদেশগামী কর্মী বা বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের কম খরচে সাময়িক সময় থাকার জন্য সবুজের প্রাচীর ঘেরা প্রায় ১৪০ কাঠা জমির উপর নির্মাণ করা হয়েছে এই ডর্মিটরী।
বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের বিমান বন্দরে নেমেই ছুটে যেতে হয় দেশের দূরদূরান্তে। আবার ফ্লাইট পরিবর্তন হলে আবাসন সমস্যায় পড়তে হয় বিদেশগামী কর্মীদের। তাই কর্মীদের দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে খিলক্ষেতের বরুয়া লঞ্জনীপাড়ায় নির্মাণ করা হয় বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার। এবং চলতি বছরের ১৮ মার্চ এটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
কর্মীরা এখানে মাত্র ২০০ টাকায় প্রতি রাত যাপন করতে পারবেন। নারী ও পুরুষ কর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। এছাড়া বিমান বন্দর থেকে নিয়ে যাওয়া কিংবা আসার জন্য আছে গাড়ির সুবিধা, সেই সাথে আছে এজাম্বুলেন্স সেবা।
আপাতত ৪০ জন পুরুষ ও ১০ জন নারীর জন্য থাকার ব্যাবস্থা আছে এখানে। আছে স্বল্প ম্যূল্যের খাবারের সুব্যাবস্থাও। একইসাথে প্রবাসীদের ম্যুল্যাবান মালামাল সংরক্ষনের জন্য আছে সেফ লকার। এছাড়াও টেলিফোন, ইন্টারনেটের পাশাপাশি রাখা হয়েছে ওয়াইফাই সুবিধা।
কর্মীদের কল্যাণার্থে এই সেন্টারে কি কি সুযোগ-সুবিধা রাখা হয়েছে তা দেখতে সম্প্রতি বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার পরিদর্শন করেন ঢাকা সফরে আসা ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা। এসময় প্রবাসী কর্মীদের জন্য কি কি কি সুবিধা থাকছে এই ডর্মিটরিতে তা ইইউ প্রতিনিধিদের নিকট তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড, আহমেদ মুনিরুছ সালেহিন।
পরিদর্শন শেষে কর্মীদের নিরাপত্তার স্বার্থে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেয়া এই উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা জোহানসন।
বিদেশগামী কর্মী বা বিদেশ ফেরত প্রবাসীদের এই সেবা গ্রহণের জন্য যোগাযোগের ঠিকানা- বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার, বড়ুয়া লঞ্জনীপাড়া, খিলক্ষেত, ঢাকা- ১২২৯ মোবাইল- ০১৩১০ ৩৫০ ৫৫৫, ০১৭৫৪ ৭১৫ ৭২০ ওয়েবসাইট: www.wewb.gov.bd