সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল-আজিয়া আল-দাউদ।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন ও বাংলাদেশে নিজুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, শ্রম আইন, কর্মীদের সুরক্ষা, দায়িত্ব- কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী।
এছাড়াও সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের ভিসা জটিলতা, দেশটিতে গিয়ে কর্মীদের কাজ না পাওয়া, মহিলা গৃহ কর্মীদের সুরক্ষা এবং বিভিন্ন খাতে বাংলাদেশে থেকে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয় দুই মন্ত্রীর এই বৈঠকে।
এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যান্ত পরিশ্রমী ও দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকান্ডে দক্ষতা ও সফলতার সাথে অবদান রাখছে। একইসাথে বাংলাদেশী কর্মীদের দক্ষতার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে বলেও বৈঠকে জানান মন্ত্রী ইমরান আহমদ।