মালদ্বীপের রাজধানী মালেতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে এক বাংলাদেশিসহ ১০ প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর)রাজধানী মালের ঘনবসতি মাফান্নু এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির দমকল বাহিনী। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মালদ্বীপের রাজধানী মালেতে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক রয়েছেন। তাঁদের বেশির ভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক। তাঁদের বসবাসের পরিবেশ নিয়ে সমালোচনা রয়েছে এবং মালদ্বীপের রাজনৈতিক দলগুলকে এবিষয়ে অতীতেও সোচ্চার হতে দেখা গিয়েছে।