জন্মনিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত পাসপোর্টের বয়স সংশোধনের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ইতালি ও ফ্রান্স প্রবাসীদের স্বজনেরা।
রবিবার (১৬ অক্টবর) রাজধানী আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের সামনে তথ্য ও প্ৰমানের ভিত্তিতে এবং জন্মসনদে উল্লেখ করা বয়স দিয়ে নতুন পাসপোর্টের দাবিতে এ মানববন্ধন করে তারা।
এসময় পাসপোর্টে বয়স পরিবর্তনে সরকারের বিদ্যমান নীতিমালার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান বাড়িয়ে ১৩ বছর করার দাবী জানিয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। যাতে করে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পান।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ইউরোপে ১৮ বছরের নিচে অভিবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়া সহজ, ফলে অনেক বাংলাদেশি এ সুযোগটা পেতে ইতালি ও ফ্রান্সে এসে নিজেদের বয়স কমিয়ে এখানে থাকার আবেদন করেন। তবে বৈধতার পেপার হাতে পেতে যেহেতু নিজ দেশের পাসপোর্ট প্রয়োজন, তাই বর্তমানে তারা পাসপোর্টের বয়স সংশোধন করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এ মানববন্ধন করছেন।
মানববন্ধনে অংশ নেয়া প্রবাসীদের স্বজনেরা বলেন, পাসপোর্টের অভাবে বৈধ হতে না পারায় সেখানে আইনি জটিলতায় পড়ছেন প্রবাসীরা। এতে চাকরিও হারাচ্ছেন অনেকেই। ফলে দেশে রেমিট্যান্সও পাঠাতে পারছেন না তারা। তারা বলছেন, অবৈধ হওয়ার কারণে অনেক প্রবাসী ঠিকমত চিকিৎসা সেবাও পাচ্ছেন না।
গেল কয়েকবছরে অনেক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে প্রবেশ করেন ইতালি ও ফ্রান্সে। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।
ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশ যেতে ইচ্ছুক অধিকাংশ বাংলাদেশির স্বপ্ন থাকে ইউরোপ পারি দেবার। বৈধ কিংবা অবৈধ উপায়ে এ যাত্রায় কেউ কেউ সফল হলেও বিপদে পড়েন অনেকেই। বৈধ পথে সুযোগ না পেয়ে পরিকল্পনা করেন অবৈধভাবে বিদেশ পারি দেবার। আর এতেই যত বিপত্তি। তবে অবৈধভাবে প্রবেশ করা স্বত্তেও যখন বৈধভাবে থাকার অনুমতি পাচ্ছেন তখন পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না অসংখ্য বাংলাদেশি প্রবাসী।