ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

পাসপো‍র্ট জমা ইস্যুুতে সৌদি দূতাবাসের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বায়রা

বক্তব্য রাখছেন বায়রা'র সভাপতি আবুল বাশার

Print Friendly, PDF & Email

 

সৌদিগামী বাংলাদেশী কর্মীদের পাসপোর্ট তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদি দূতাবাসে জমা দেয়ার সৌদি সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা করেছে জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রা। শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সভায় এ ঘোষণা দেন বায়রা’র সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, সৌদি দূতাবাসের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাপলা সেন্টারে কেউ পাসপোর্ট জমা দিবেন না।

মোহাম্মদ আবুল বাশার বলেন, “শাপলা সেন্টার নামক প্রাইভেট ফার্মকে ভিসা প্রসেসিং এর জন্য নিয়োগ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কেউ কেউ স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে এব‍‍ং তারাই কুবুদ্ধি দিয়েছে। দূতাবাস নিরাপত্তার অজুহাতে তৃতীয় পক্ষ প্রাইভেট ফার্ম শাপলা সেন্টারের মাধ্যমে প্রসেসিং এর কাজ করাতে চাচ্ছেন। যা মোটেই গ্রহণযোগ্য নয়।”

বায়রা সভাপতি বলেন, “যদি মানুষের জটলা সংক্রান্ত সমস্যা হয় তাহলে এ কাজটি আমাদের উপর ছেড়ে দিন। আমরা আপনাদের পছন্দ মতো আমাদের খরচে জায়গা তৈরী করে আমরা সার্ভিস দিব। আমরা সৌদি দূতাবাসকে এ প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা তাকে সাড়া না দিয়ে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। যদি বায়রা’র কেউ এই আত্মঘাতি কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বায়রা থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আমাদের যতই ক্ষতি হোক, সৌদি দূতাবাসের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকবো।”

সভায় আরো বক্তব্য রাখেন, বায়রা’র সহ সিভাপতি নোমান চৌধুরী, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আলী হায়দার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সৌদি দূতাবাস একটি নোটিশ জারি করে জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে শাপলা সেন্টার নামক একটি প্রাইভেট ফার্মে কর্মীদের পাসপোর্ট জমা নেয়া হবে। ওই তারিখের পরে দূতাবাস রিক্রুটিং এজেন্টদের নিকট থেকে সরাসরি আর পাসপোর্ট জমা নিবে না।

 

 

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

পাসপো‍র্ট জমা ইস্যুুতে সৌদি দূতাবাসের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বায়রা

আপডেট: ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
Print Friendly, PDF & Email

 

সৌদিগামী বাংলাদেশী কর্মীদের পাসপোর্ট তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদি দূতাবাসে জমা দেয়ার সৌদি সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা করেছে জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রা। শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সভায় এ ঘোষণা দেন বায়রা’র সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, সৌদি দূতাবাসের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাপলা সেন্টারে কেউ পাসপোর্ট জমা দিবেন না।

মোহাম্মদ আবুল বাশার বলেন, “শাপলা সেন্টার নামক প্রাইভেট ফার্মকে ভিসা প্রসেসিং এর জন্য নিয়োগ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কেউ কেউ স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে এব‍‍ং তারাই কুবুদ্ধি দিয়েছে। দূতাবাস নিরাপত্তার অজুহাতে তৃতীয় পক্ষ প্রাইভেট ফার্ম শাপলা সেন্টারের মাধ্যমে প্রসেসিং এর কাজ করাতে চাচ্ছেন। যা মোটেই গ্রহণযোগ্য নয়।”

বায়রা সভাপতি বলেন, “যদি মানুষের জটলা সংক্রান্ত সমস্যা হয় তাহলে এ কাজটি আমাদের উপর ছেড়ে দিন। আমরা আপনাদের পছন্দ মতো আমাদের খরচে জায়গা তৈরী করে আমরা সার্ভিস দিব। আমরা সৌদি দূতাবাসকে এ প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা তাকে সাড়া না দিয়ে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। যদি বায়রা’র কেউ এই আত্মঘাতি কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বায়রা থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আমাদের যতই ক্ষতি হোক, সৌদি দূতাবাসের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকবো।”

সভায় আরো বক্তব্য রাখেন, বায়রা’র সহ সিভাপতি নোমান চৌধুরী, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আলী হায়দার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সৌদি দূতাবাস একটি নোটিশ জারি করে জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে শাপলা সেন্টার নামক একটি প্রাইভেট ফার্মে কর্মীদের পাসপোর্ট জমা নেয়া হবে। ওই তারিখের পরে দূতাবাস রিক্রুটিং এজেন্টদের নিকট থেকে সরাসরি আর পাসপোর্ট জমা নিবে না।