সৌদিগামী বাংলাদেশী কর্মীদের পাসপোর্ট তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদি দূতাবাসে জমা দেয়ার সৌদি সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা করেছে জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন বায়রা। শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সভায় এ ঘোষণা দেন বায়রা’র সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, সৌদি দূতাবাসের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত শাপলা সেন্টারে কেউ পাসপোর্ট জমা দিবেন না।
মোহাম্মদ আবুল বাশার বলেন, “শাপলা সেন্টার নামক প্রাইভেট ফার্মকে ভিসা প্রসেসিং এর জন্য নিয়োগ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কেউ কেউ স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে এবং তারাই কুবুদ্ধি দিয়েছে। দূতাবাস নিরাপত্তার অজুহাতে তৃতীয় পক্ষ প্রাইভেট ফার্ম শাপলা সেন্টারের মাধ্যমে প্রসেসিং এর কাজ করাতে চাচ্ছেন। যা মোটেই গ্রহণযোগ্য নয়।”
বায়রা সভাপতি বলেন, “যদি মানুষের জটলা সংক্রান্ত সমস্যা হয় তাহলে এ কাজটি আমাদের উপর ছেড়ে দিন। আমরা আপনাদের পছন্দ মতো আমাদের খরচে জায়গা তৈরী করে আমরা সার্ভিস দিব। আমরা সৌদি দূতাবাসকে এ প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা তাকে সাড়া না দিয়ে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। যদি বায়রা’র কেউ এই আত্মঘাতি কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বায়রা থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আমাদের যতই ক্ষতি হোক, সৌদি দূতাবাসের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকবো।”