ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

মালয়েশিয়া শ্রমবাজার: ব্রাদা‍‍র্স ইন্টারন্যাশনালের ৮৫ ক‍‍‍‍র্মীর ফ্লাইট (ভিডিওসহ)

Print Friendly, PDF & Email

 

বর্তমানে মালয়েশিয়ার প্রায় সকল সেক্টরে কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে। সেই ধারাবাহিকতায় রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ৩য় ফ্লাইটে মালয়েশিয়া গেলো আরো ৮৫ কর্মী। দেশটির দুটি ফার্নিচার কোম্পানিতে কাজ করবেন এই কর্মীরা।

রবিবার (২ অক্টোবর) ব্রাদার্স ইন্টারন্যাশনালের কা‍‍র্যালয়ে এই ক‍‍র্মীদের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর ও আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

ক‍‍‍‍র্মীরা জানান, দেশে ভালো কর্মসংস্থানে ব্যার্থ হয়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন এই কর্মীরা। আর সেই স্বপ্ন পূরণ হওয়াতে আনন্দও প্রকাশ করছেন তারা। স্বপ্ন পূরণ হলেও কেউ কেউ বলছেন, পরিবার ছেড়ে দূর প্রবাসে যাচ্ছেন এতে কষ্টও হচ্ছে বটে, যা হয়ত প্রকাশ করার মতো নয়। তবে প্রবাসে গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফিরতে পারবেন সেই আশায় কিছুটা স্বস্তি মিলছে এই কর্মীদের। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়ে সরকার ও রিক্রুটিং এজেন্সিকে ধন্যবাদ জানান তারা৤

এদিকে রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনালের কর্নধার রফিকুল ইসলাম আবুল জানান, মালয়েশিয়ার “জিম উড ও প্যারাগন প্রোগ্রেস” নামে দুটি ফার্নিচার কোম্পানিতে কাজ করবেন এই কর্মীরা। এর মধ্যে জিম উড কোম্পানিতে ১৫ জন এবং প্যারাগন প্রোগ্রেস কোম্পানিতে ৭০ জন কাজ করবেন।

এর আগে ৯ ও ২০ সেপ্টেম্বর ২টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়া যায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল’র ৩৯ ক‍র্মী। দেশটির একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি নিয়ে গেছেন সেই কর্মীরা।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

মালয়েশিয়া শ্রমবাজার: ব্রাদা‍‍র্স ইন্টারন্যাশনালের ৮৫ ক‍‍‍‍র্মীর ফ্লাইট (ভিডিওসহ)

আপডেট: ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
Print Friendly, PDF & Email

 

বর্তমানে মালয়েশিয়ার প্রায় সকল সেক্টরে কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে। সেই ধারাবাহিকতায় রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ৩য় ফ্লাইটে মালয়েশিয়া গেলো আরো ৮৫ কর্মী। দেশটির দুটি ফার্নিচার কোম্পানিতে কাজ করবেন এই কর্মীরা।

রবিবার (২ অক্টোবর) ব্রাদার্স ইন্টারন্যাশনালের কা‍‍র্যালয়ে এই ক‍‍র্মীদের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর ও আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

ক‍‍‍‍র্মীরা জানান, দেশে ভালো কর্মসংস্থানে ব্যার্থ হয়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেন এই কর্মীরা। আর সেই স্বপ্ন পূরণ হওয়াতে আনন্দও প্রকাশ করছেন তারা। স্বপ্ন পূরণ হলেও কেউ কেউ বলছেন, পরিবার ছেড়ে দূর প্রবাসে যাচ্ছেন এতে কষ্টও হচ্ছে বটে, যা হয়ত প্রকাশ করার মতো নয়। তবে প্রবাসে গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফিরতে পারবেন সেই আশায় কিছুটা স্বস্তি মিলছে এই কর্মীদের। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়ে সরকার ও রিক্রুটিং এজেন্সিকে ধন্যবাদ জানান তারা৤

এদিকে রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনালের কর্নধার রফিকুল ইসলাম আবুল জানান, মালয়েশিয়ার “জিম উড ও প্যারাগন প্রোগ্রেস” নামে দুটি ফার্নিচার কোম্পানিতে কাজ করবেন এই কর্মীরা। এর মধ্যে জিম উড কোম্পানিতে ১৫ জন এবং প্যারাগন প্রোগ্রেস কোম্পানিতে ৭০ জন কাজ করবেন।

এর আগে ৯ ও ২০ সেপ্টেম্বর ২টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়া যায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল’র ৩৯ ক‍র্মী। দেশটির একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি নিয়ে গেছেন সেই কর্মীরা।