এখন পর্যন্ত একইদিনে সর্বোচ্চ সংখ্যক কর্মী প্রেরণের রেকর্ড করেছে রিক্রুটিং এজেন্সি ফাইভ এম ইন্টারন্যাশনাল। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ৪টি পৃথক ফ্লাইটে ১০৪ কর্মীকে মালয়েশিয়া প্রেরণের মধ্যে দিয়ে এই রেকর্ড করে রিক্রুটিং এজেন্সিটি।
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গেল সোমবার রাত ৮টা ৫ মিনিটে ইউ এস বাংলা এয়ারলাইন্সে ৪৪, রাত ১১টায় মালিন্দ এয়ারলাইন্সে ৭, রাত ১টা ১০ মিনিটে মালিন্দ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ৩৩ এবং রাত ২টা ১০ মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ২০ কর্মীসহ মোট ১০৪ কর্মীকে মালয়েশিয়া পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এই কর্মীরা মালয়েশিয়ার চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন ও সাক্সেস ইলেকট্রনিকস কোম্পানির রেলওয়ে প্রজেক্টে কাজ করবেন| মালয়েশিয়ায় কর্মী প্রেরণের এই ধরা অব্যাহত থাকলে সঠিক সময়ের মধ্যে নিয়োগদাতা কোম্পানির চাহিদা মোতাবেক কর্মী পাঠানো সম্ভব।
এদিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়া যাওয়া কর্মীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে কম খরচে সকল কাজ শেষে দেশটিতে যেতে পেরে আনন্দিত তারা। এজন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও সরকারের সকলকে ধন্যবাদ জানান এই কর্মীরা।
উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।