বাংলাদেশ থেকে কর্মী নিতে এবার ১০০ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিতে যাচ্ছে মালশয়েশিয়া সরকার এরইমধ্যে ৭৫ টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন
মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান, বাংলাদেশ প্রসঙ্গে বলেছেন, “আগে কিছু পক্ষ বিতর্ক করেছিল যে, বাংলাদেশের জন্য আমরা কেবল ২৫টি রিক্রুটিং এজেন্সিকে করমী পাঠানোর সুযোগ দিয়েছি কিন্তু এখন আমরা সেগুলি বাড়িয়েছি। মন্ত্রিসভা ১০০টি বিআরএ (বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ৭৫টি এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। (সূত্র: বারনামা, মালয় মেইল)

গেল বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয় এরপর চলতি বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডিব্লউজি) বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়টি চুড়ান্ত হয় সেদিন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ দেয়া হচ্ছে না তারও আগে থেকে একাধিক চিঠি চালাচালিতে পরিস্কার হয়েছিল বাংলাদেশের ২৫ টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিবে দেশটি তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বিভিন্ন সময় সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির বিষয়ে আপত্তি জানিয়েছেন

যদিও, ১৯ ডিসেম্বর সই হওয়া সমঝোতা স্মারকে রিক্রুটিং এজেন্সি বাছাই করার বিষয়টি মালয়েশিয়ার ওপর ছেড়ে দিয়েছিল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমঝোতা স্মারকে উল্লেখ ছিল, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বাছাই ও নির্বাচন করবে মালয়েশিয়ার নিয়োগদাতারা এবং মালয়েশিয়া সরকার সেখানে স্বচ্ছতা নিশ্চিত করবে
নতুন তালিকায় আছেন এমন একজন ব্যবসায়ি নাম না প্রকাশ করার শর্তে প্রবাস বার্তাকে জানান, জুলাই মাস থেকেই রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা ও ততপরতা শুরু হয় আর গেল আগস্টের শুরুতে বাংলাদেশের জন্য আরো ৫০ রিক্রুটিং এজেন্সির তালিকা চুড়ান্ত করে মালয়েশিয়া সরকার এর পর সরকারি দাপ্তরিক কাজ শেষ করতে মাস দেড়েক সময় লেগে যায়
তিনি আরো জানান, বর্তমান পদ্ধতি অর্থাত বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি ফরেন ওয়ার্কার্স সেন্টালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম – এফডব্লিউসিএমএস এর অধীনেই কাজ করবে সকল রিক্রুটিং এজেন্সি

বর্তমানে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর অনুমোদিত ২৫ রিক্রুটিং এজেন্সির একটির মালিক, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমি স্বপন প্রবাস বার্তাকে বলেন, “আমরা আগেই বলেছিলাম, বাজারটি খোলা জরুরি ছিল। তাই প্রথমে সীমিত সংখ্যক এজেন্সি দিয়ে চালু করা হয়েছিল এবং পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়ানো হবে। এখন ৭৫ টি হয়েছে, সামনে এই সংখ্যা আরো বাড়বে। একই সাথে বায়রার সকল সদস্য মালয়েশিয়া শ্রমবাজারে ব্যবসা করার সুযোগ পাবেন এবং কয়েকশ’ এজেন্সি এরই মধ্যে ব্যবসাকরছে মূল কথা, বাজারটি খোলা হয়েছে বলেই আজকে সকল ব্যবসায়ী ব্যবসা করতে পারছেন, বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে, দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে।”

উল্লেখ্য, চলতি বছরের ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর একটি দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । সেই ধারাবিহিকতায় প্রতিদিন একাধিক রিক্রুটিং এজেন্সি কর্মীদের মালয়েশিয়া পাঠাচ্ছে