মালয়েশিয়া গেছে মেসার্স আদিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস’র ২৯ কর্মীর প্রথম ফ্লাইট। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হয়।
এর আগে দুপুরে আদিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস’র কার্যালয়ে মালয়েশিয়াগামী এই কর্মীদের পাসপোর্ট ও প্রয়জনীয় কাগজ হস্তান্তর করে প্রতিষ্ঠানটির প্রোপাইটর কে এম মোবারাক উল্লাহ শিমুল। পরে তিনি কর্মীদের মালয়েশিয়ার স্থানীয় আইন-কানুনা, আচার-ব্যাবহার ও সংস্কৃতি সম্পর্কে পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
এসময় তিনি কর্মীদের বলেন, মালয়েশিয়ায় পৌঁছানোর পর এমন কোনো কাজ করা যাবেনা যার ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। সেই সাথে দেশটিতে গিয়ে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাটির প্রোপাইটর আরো জানান, ২৯ কর্মীর এটি ছিল তাদের প্রথম ফ্লাইট। আর এই কর্মীরা মালয়েশিয়ার একটি কার্গো কোম্পানিতে লেবার হিসেবে কাজ করবেন। তিনি জানান, চলতি মাসের মধ্যে আদিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস’র মাধ্যমে আরো দেড় শতাধিক কর্মী মালয়েশিয়ায় পাড়ি দিবেন।
উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।