ঢাকা , শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

এসওএস ইন্টারন্যাশনাল’র ৫০ কর্মীর প্রথম ফ্লাইট গেল মালয়েশিয়া (ভিডিওসহ)

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়া গেছে এসওএস ইন্টারন্যাশনাল’র ৫০ কর্মীর প্রথম ফ্লাইট। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হয়।

এর আগে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কর্মীদের আনুষ্ঠানিক বিদায় জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এসময় কর্মীদের মালেশিয়ায় পৌঁছার পর কী করণীয় ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারা।

এসওএস ইন্টারন্যাশনাল’র এর কর্মকর্তা মো: রাজিউদ্দিন ফয়সাল জানান, মালয়েশিয়াগামী কর্মীদের সার্বিক সহায়তায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একইসাথে দী‍‍‍‍র্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারটি উন্মুক্ত হওয়ায় সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আগামী ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বড় একটি ফ্লাইটের প্রস্তুতি চলছে। তারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যে কয়েকশ’ কর্মী মালয়েশিয়ায় পাঠাতে পারবেন।

উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে ক‍‍র্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়া‍‍‍‍‍‍‍‍র্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।

Tag :

এসওএস ইন্টারন্যাশনাল’র ৫০ কর্মীর প্রথম ফ্লাইট গেল মালয়েশিয়া (ভিডিওসহ)

আপডেট: ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়া গেছে এসওএস ইন্টারন্যাশনাল’র ৫০ কর্মীর প্রথম ফ্লাইট। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হয়।

এর আগে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কর্মীদের আনুষ্ঠানিক বিদায় জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এসময় কর্মীদের মালেশিয়ায় পৌঁছার পর কী করণীয় ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারা।

এসওএস ইন্টারন্যাশনাল’র এর কর্মকর্তা মো: রাজিউদ্দিন ফয়সাল জানান, মালয়েশিয়াগামী কর্মীদের সার্বিক সহায়তায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একইসাথে দী‍‍‍‍র্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারটি উন্মুক্ত হওয়ায় সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আগামী ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বড় একটি ফ্লাইটের প্রস্তুতি চলছে। তারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যে কয়েকশ’ কর্মী মালয়েশিয়ায় পাঠাতে পারবেন।

উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে ক‍‍র্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়া‍‍‍‍‍‍‍‍র্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।