সেপ্টেম্বরের শুরু থেকে একাধিক ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছে কর্মীরা। তবে এখন পর্যন্ত একদিনে একই ফ্লাইটে সর্বোচ্চ সংখ্যক কর্মী পাঠানোর বিএম ট্রাভেলস। প্রতিষ্ঠানটির ৭ম ফ্লাইটে ৮০ কর্মীর একটি দল গিয়েছে মালয়েশিয়ায়। রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত ২টা ৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা কবির হোসেন জানান, ৮০ কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে এটি তাদের ৭ম ফ্লাইট। দেশটিতে অবস্থিত চায়না কমিউনিকেশন কোম্পানিতে কন্সট্রাকশন লেবার হিসেবে কাজ করবেন এই কর্মীরা। এই কর্মকর্তা বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে আরো ৮০ কর্মীকে ২টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।
একইসাথে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) শতাধিক কর্মীর একটি ফ্লাইটের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। সবকিছু ঠিক থাকলে সেদিন আরো ১০০ কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।