সেপ্টেম্বরের শুরু থেকেই প্রতিদিন একাধিক ফ্লাইটে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশি কর্মীরা। সেই ধারাবাহিকতায় রিক্রুটিং এজেন্সি বিএম ট্রাভেলস এর ৪২ কর্মীর ষষ্ঠ ফ্লাইট দেশটিতে গেছে । শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হয়
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ৪২ কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে এটি তাদের ষষ্ঠ ফ্লাইট। দেশটিতে অবস্থিত চায়না কমিউনিকেশন কোম্পানিতে কন্সট্রাকশন লেবার হিসেবে কাজ করবেন এই কর্মীরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, রবিবার (১৮ সেপ্টেম্বর) বিএম ট্রাভেলস এর মাধ্যমে ১৭০ কর্মীর আরো একটি দল মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক (এমওইউ) সই হয়। এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান