সরকারিভাবে হংকং-এ মহিলা ডমেস্টিক হেল্পার নিয়োগ দিবে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হংকং-এ ডোমেস্টিক হেল্পার হিসেবে দুই বছর মেয়াদে (নবায়নযোগ্য) দৈনিক ৮ ঘন্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করে মাসে প্রায় ৫১ হাজার টাকা আয়ের সুযোগ রয়েছে কর্মীদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগকৃত কর্মীদের বাসস্থান, খাওয়া, যাতায়াত ও চিকিৎসা খরচ নিয়োগকর্তা বহন করবেন। থাকা-খাওয়া ও বাসস্থান সুবিধাসহ তিন মাস মেয়াদী হাউজকিপিং ও ক্যান্তনিজ ভাষার উপরে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স অবশ্যই ২০ থেকে ৩৫ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা/জে এসসি/জেডিসি পাশের সার্টিফিকেট থাকতে হবে।
খরচের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের পূর্বে কোন প্রশিক্ষণ খরচ দিতে হবে না। ভিসা পাওয়ার পর একজন কর্মীর খরচ বিমান ভাড়া, ট্রেনিং খরচ, এজেন্ট ফি ও অন্যান্য খরচসহ ১ লক্ষ 50 হাজার টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ ১৫০০০ টাকা। ভিসা প্রাপ্ত কর্মী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্তসাপেক্ষে ঋণ নিতে পারবেন।
পাসপোর্ট না থাকলেও আবেদন করা যাবে তবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের নিজ দায়িত্বে পাসপোর্ট করতে হবে।
আগ্রহী মহিলা প্রার্থীদের hongkongevboesl@gmail.com ইমেইলে বায়োডাটা পাঠাতে অনুরোধ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।