সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিনই একাধিক ফ্লাইটে কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়। এরই ধারাবািকতায় বিএম ট্রাভেলস’র ৫ম ফ্লাইটটি ৪০জন কর্মী নিয়ে গেল দেশটিতে
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ২:১০ মিনিটে হজরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএম ট্রাভেলস’র ৫ম ফ্লাইটটি মালয়শিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মালয়েশিয়াগামী ৪০ কর্মীর একজন সাকিব আল হাসান জানায়, পরিবারের আর্থিক সচ্ছলতা এবং দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করার জন্যেই মালোয়েশিয়া যাচ্ছেন তিনি। দেড় মাসের মাঝে মালোয়েশিয়া যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ায় বিএম ট্রাভেলস’র প্রতি কৃতজ্ঞতা জানায় সাকিব আল হাসান।
মালয়েশিয়ায় চায়নার একটি কনস্ট্রাশন কোম্পানিতে মাসে ১৫০০ রিঙ্গিতের বিনিময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে বলেও জানান তিনি।
বিএম ট্রাবেস রিক্রুটিং এজেন্সির এক কর্মকর্তা বলেন, সবসময় আমরা কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ণ ব্যুরোসহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন তারা। পরিস্থিতি ঠিক থাকলে এই মাসেই বিএম ট্রাভেলস’র আরও ১০টি ফ্লাইটে কর্মী নিয়ে মালোয়েশিয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কর্মকর্তা।