মালয়েশিয়া যাচ্ছে ফাইভ এম ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির তৃতীয় ফ্লাইট এই ফ্লাইটে ৩৩ কর্মী দেশটিতে যাচ্ছেন শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই কর্মীদের পাঠানো হচ্ছে
ফাইভ এম ইন্টারন্যাশনাল’র ম্যানেজার (অপারেশন) কামরুল হাসান সোহেল জানান, ৩৩ কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে এটি তাদের তৃতীয় ফ্লাইট।মালয়েশিয়ায় চায়না কনস্ট্রাকশন কোম্পানির একটি প্রজেক্টে কাজ করবেন এই কর্মীরা। এর আগে দুটি ফ্লাইটের একটি ২৯ আগস্ট ৩০ জন এবং অন্যটি ৫ সেপ্টেম্বর ১৬ জন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে বলেও জানান তিনি।
কর্মীরা বলেন, এতো কম সময়ে মালয়েশিয়া যেতে পারছেন তা আগে ভাবেননি তিন থেকে চার বছর ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা এই কর্মীরা রিক্রুটিং এজেন্সি এবং সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তাসনিয়া মাসুদ জানান, উভয় দেশের মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সর্বোচ্চ আন্তরিক সহযোগিতায় এক মাসের মধ্যে এই কর্মীদের সকল কাজ শেষ করে মালয়েশিয়া পাঠানো হচ্ছে এতে করে কর্মীরাও খুবই খুশি

তিনি জানান, আগস্ট মাসের ৮ থেকে ১২ তারিখে কর্মীদের সাক্ষাতকার নেয়া হয় ফলে এক মাসের কম সময়ের মধ্যে এই কর্মীদের মালয়েশিয়া পাঠানো হচ্ছে তিনি বলেন, কর্মীদের স্বার্থ রক্ষা করাই তাদের প্রতিষ্ঠানের প্রথম কাজ তিনি জানান, আগের দুটি ফ্লাইট যেসকল কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন তাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, তারা খুবই ভালো আছেন। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২১৩ কর্মীর আরও একটি ফ্লাইট মালয়েশিয়ায় যাবে বলে জানিয়েছেন ফাইভ এম ইন্টারন্যাশানাল এর এই কর্ণধার।