ঢাকা , শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবণ ধস, তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ মালয়েশিয়ায় নিখোজঁ ৪ বাংলাদেশি আটক, ৩ কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক মালয়েশিয়ায় ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত লিবিয়া থেকে দেশে ফিরল ১৪৩ বাংলাদেশি, অপেক্ষায় আরও ৩২০ জন মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু, নিখোজঁ ৪ প্রথমবারের মত তৈরি হচ্ছে বিদেশ ফেরত কর্মীদের তথ্যভান্ডার: প্রবাসী কল্যাণ সচিব বিদেশ ফেরত ২ লাখ কর্মী পাবে ২৭০ কোটি টাকা প্রণোদনা

গ্রিসে যেতে বাংলাদেশি ক‍‍র্মীদের আবেদন পদ্ধতি কেমন হবে

সমঝোতা স্মারক সই, ৯ ফেব্রুয়ারি, ঢাকা৤ ছবি: প্রবাস বা‍র্তা

Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ থেকে ক‍‍র্মী নিতে সই করা সমঝোতা স্মারক পা‍‍র্লামেন্টে অনুমোদন হওয়ার পর এখন পদ্ধতি চুড়ান্ত করছে গ্রিসের অভিবাসন ও শরনা‍‍র্থী বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো৤  বছরে চার হাজার ক‍‍র্মী নিতে গেল ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে দেশটির অভিবাসন ও শরনা‍‍র্থী বিষয়ক মন্ত্রণালয়৤ ঢাকায় দেশটির মন্ত্রী নোতিস মিতারাচি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  সমঝোতা স্মারকে সই করেন৤ এরপর ২০ জুলাই দেশটির পা‍‍র্লামেন্টে সেটি অনুমোদন দেয়া হয়৤

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাস বা‍‍র্তাকে জানান, বাংলাদেশের মন্ত্রিসভাও অনুমোদন দিয়েছে এই সমঝোতা স্মারক৤ এখন কারিগরি বিষয় চুড়ান্ত করতে দু’দেশের ক‍‍র্মক‍‍র্তা প‍‍র্যায়ে আলোচনা হবে৤ বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং গ্রিসের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পদ্ধতি চুড়ান্ত করবে৤

মন্ত্রী ইমরান আহমদ আরো জানান, গ্রিস চাইছে অনলাইন পদ্ধতিতে আবেদন নিতে৤ এটি হলে ক‍‍র্মীদের জন্য ভালো৤ এক্ষেত্রে আগ্রহী ক‍‍র্মীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন৤  তারা যেই শ‍‍র্ত বা যোগ্যতা চাইবে, সেটি পূরণ করে ক‍‍র্মীরা আবেদন করতে পারবেন৤ দেশটি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়৤ বিকল্প পদ্ধতিও হতে পারে৤ তবে চুড়ান্ত সিদ্ধান্তের আগে পদ্ধতির বিষয়টি পরিস্কার নয়৤ এছাড়া  ১৫ হাজার বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ার প্রক্রিয়াও চলছে গ্রিসে৤

এই সমঝোতা অনুযায়ি বছরে নয় মাস গ্রিসে কাজ করতে পারবেন ক‍‍র্মীরা৤ বাকি তিন মাস দেশে থাকার সুযোগ পাবেন৤ কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পরে বাংলাদেশে ফেরত আসতে হবে৤ একজন ব্যক্তি এভাবে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন৷

তবে সব পদ্ধতি চুড়ান্ত হওয়ার আগে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার আগে ক‍‍র্মীদের এ বিষয়ে সচেতন থাকার পরাম‍‍র্শ দেয়া হয়েছে৤

Tag :

বোসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান

গ্রিসে যেতে বাংলাদেশি ক‍‍র্মীদের আবেদন পদ্ধতি কেমন হবে

আপডেট: ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ থেকে ক‍‍র্মী নিতে সই করা সমঝোতা স্মারক পা‍‍র্লামেন্টে অনুমোদন হওয়ার পর এখন পদ্ধতি চুড়ান্ত করছে গ্রিসের অভিবাসন ও শরনা‍‍র্থী বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো৤  বছরে চার হাজার ক‍‍র্মী নিতে গেল ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করে দেশটির অভিবাসন ও শরনা‍‍র্থী বিষয়ক মন্ত্রণালয়৤ ঢাকায় দেশটির মন্ত্রী নোতিস মিতারাচি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  সমঝোতা স্মারকে সই করেন৤ এরপর ২০ জুলাই দেশটির পা‍‍র্লামেন্টে সেটি অনুমোদন দেয়া হয়৤

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাস বা‍‍র্তাকে জানান, বাংলাদেশের মন্ত্রিসভাও অনুমোদন দিয়েছে এই সমঝোতা স্মারক৤ এখন কারিগরি বিষয় চুড়ান্ত করতে দু’দেশের ক‍‍র্মক‍‍র্তা প‍‍র্যায়ে আলোচনা হবে৤ বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং গ্রিসের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পদ্ধতি চুড়ান্ত করবে৤

মন্ত্রী ইমরান আহমদ আরো জানান, গ্রিস চাইছে অনলাইন পদ্ধতিতে আবেদন নিতে৤ এটি হলে ক‍‍র্মীদের জন্য ভালো৤ এক্ষেত্রে আগ্রহী ক‍‍র্মীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন৤  তারা যেই শ‍‍র্ত বা যোগ্যতা চাইবে, সেটি পূরণ করে ক‍‍র্মীরা আবেদন করতে পারবেন৤ দেশটি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়৤ বিকল্প পদ্ধতিও হতে পারে৤ তবে চুড়ান্ত সিদ্ধান্তের আগে পদ্ধতির বিষয়টি পরিস্কার নয়৤ এছাড়া  ১৫ হাজার বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ার প্রক্রিয়াও চলছে গ্রিসে৤

এই সমঝোতা অনুযায়ি বছরে নয় মাস গ্রিসে কাজ করতে পারবেন ক‍‍র্মীরা৤ বাকি তিন মাস দেশে থাকার সুযোগ পাবেন৤ কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পরে বাংলাদেশে ফেরত আসতে হবে৤ একজন ব্যক্তি এভাবে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন৷

তবে সব পদ্ধতি চুড়ান্ত হওয়ার আগে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার আগে ক‍‍র্মীদের এ বিষয়ে সচেতন থাকার পরাম‍‍র্শ দেয়া হয়েছে৤