ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

টানটান উত্তেজনায় বায়রা নি‍র্বাচনের ভোটগ্রহণ আজ

Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রা নি‍‍র্বাচনের (২০২২-২০২৪) ভোট গ্রহণ আজ৤ এবারের নি‍‍র্বাচনে মূলত তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে৤  মোট ২৭ টি পদের জন্য ভোটযুদ্ধে লড়ছেন সদস্যরা৤ শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৤ সকাল ৯টা থেকে বিকাল চারটা প‍‍র্যন্ত টানা ভোটগ্রহণ বলবে৤

নি‍‍র্বাচনে মূল তিনটি প্যানেলের নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি আবুল বাশারকে প্যানেল প্রধান করে সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী আরেক সাবেক সভাপতি মো. নূর আলী৤ সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনকে প্রধান করে  আরেকটি প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক জোট এর প্রধান সমন্বয়কারী সাবেক সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প‍‍র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ৤ সম্মিলিত সমন্বয় ফ্রন্ট এর ব্যানারে ড. মোহাম্মদ ফারুককে প্রধান করে আরেকটি প্যানেলের প্রধান সমন্বয়কারী সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান৤

আগের যেকোন সময়ের চেয়ে এবারের নি‍‍র্বাচন ম‍‍র্যাদার লড়াই হিসেবে নিয়েছেন প্রা‍‍র্থীরা৤ নিজেদের পক্ষে ভোটার টানতে সব ধরণের চেষ্টা করছেন প্রা‍‍র্থীরা৤ নি‍‍র্বাচনকে ঘিরে এবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও আশপাশের এলাকা সেজেসে উতসব আমেজে৤ পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে এলাকা৤ এবারের নি‍‍র্বাচনে মোট ভোটার ১ হাজার ৪২ জন৤

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

টানটান উত্তেজনায় বায়রা নি‍র্বাচনের ভোটগ্রহণ আজ

আপডেট: ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-বায়রা নি‍‍র্বাচনের (২০২২-২০২৪) ভোট গ্রহণ আজ৤ এবারের নি‍‍র্বাচনে মূলত তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে৤  মোট ২৭ টি পদের জন্য ভোটযুদ্ধে লড়ছেন সদস্যরা৤ শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৤ সকাল ৯টা থেকে বিকাল চারটা প‍‍র্যন্ত টানা ভোটগ্রহণ বলবে৤

নি‍‍র্বাচনে মূল তিনটি প্যানেলের নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি আবুল বাশারকে প্যানেল প্রধান করে সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী আরেক সাবেক সভাপতি মো. নূর আলী৤ সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনকে প্রধান করে  আরেকটি প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক জোট এর প্রধান সমন্বয়কারী সাবেক সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প‍‍র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ৤ সম্মিলিত সমন্বয় ফ্রন্ট এর ব্যানারে ড. মোহাম্মদ ফারুককে প্রধান করে আরেকটি প্যানেলের প্রধান সমন্বয়কারী সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান৤

আগের যেকোন সময়ের চেয়ে এবারের নি‍‍র্বাচন ম‍‍র্যাদার লড়াই হিসেবে নিয়েছেন প্রা‍‍র্থীরা৤ নিজেদের পক্ষে ভোটার টানতে সব ধরণের চেষ্টা করছেন প্রা‍‍র্থীরা৤ নি‍‍র্বাচনকে ঘিরে এবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও আশপাশের এলাকা সেজেসে উতসব আমেজে৤ পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে এলাকা৤ এবারের নি‍‍র্বাচনে মোট ভোটার ১ হাজার ৪২ জন৤