ঢাকা , শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

দুই ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি

মন্ত্রী ইমরান আহমদ। ছবি: প্রবাস বার্তা

Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়া শ্রমবাজার সম্প‍‍‍‍‍‍‍র্কিত দুটি এজেন্ডা নিয়ে আলোচনার ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল৤ মূলত ক‍‍‍‍‍‍র্মী পাঠানোর গতি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে এই সফরে৤ সেইসাথে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে৤

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাস বা‍‍র্তাকে জানান, “মালেয়শিয়ার মাসবসম্পদ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠিয়ে বৈঠকের বিষয়ে সময় চাওয়া হয়৤ আমরা স্বাগত জানিয়েছি৤ দেশটির মানবসম্পদ মন্ত্রণালেয় ভারপ্রাপ্ত সচিব প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন৤ চিঠিতে তারা দুটি বিষয় উল্লেখ করেছেন৤ ক‍‍র্মী যাওয়ার গতি বাড়াতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা এবং বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধি৤  দুটি এজেন্সির সংখ্যা উল্লেখ করা হয়েছে চিঠিতে৤”

মন্ত্রী ইমরান আহমদ জানান, “ক‍‍র্মী পাঠানোর গতি আমাদের কারণে ধীরে চলছে না৤ মূলত রিক্রুটিং এজেন্সির কারণে ক‍‍র্মী যাওয়ার গতি কম৤ এবিষয়ে মালয়েশিয়ার সাথে আলোচনা হতে পারে৤ তবে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ােনার বিষয়ে আমরা কোন আলোচনা করবো না৤ কারণ, আমরা সকল এজেন্সির তালিকা দিয়েছি৤ তারা সংখ্যা নি‍‍র্ধারণ করেছে৤ তাই এবিষয়ে আমরা কোন কথা বলবো না৤”

মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, ৩ সেপ্টম্বর রাতে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রতিনিধিরা৤  ৪ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব প‍‍‍‍র্যায়ের এই বৈঠক হওয়ার কথা রয়েছে৤

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয় থেকে দুটি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করতে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়৤ সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল ও সেনা কল্যাণ সংস্থার রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল মন্ত্রণালয়৤

Tag :

দুই ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি

আপডেট: ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
Print Friendly, PDF & Email

 

মালয়েশিয়া শ্রমবাজার সম্প‍‍‍‍‍‍‍র্কিত দুটি এজেন্ডা নিয়ে আলোচনার ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল৤ মূলত ক‍‍‍‍‍‍র্মী পাঠানোর গতি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে এই সফরে৤ সেইসাথে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে৤

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাস বা‍‍র্তাকে জানান, “মালেয়শিয়ার মাসবসম্পদ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠিয়ে বৈঠকের বিষয়ে সময় চাওয়া হয়৤ আমরা স্বাগত জানিয়েছি৤ দেশটির মানবসম্পদ মন্ত্রণালেয় ভারপ্রাপ্ত সচিব প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন৤ চিঠিতে তারা দুটি বিষয় উল্লেখ করেছেন৤ ক‍‍র্মী যাওয়ার গতি বাড়াতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা এবং বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধি৤  দুটি এজেন্সির সংখ্যা উল্লেখ করা হয়েছে চিঠিতে৤”

মন্ত্রী ইমরান আহমদ জানান, “ক‍‍র্মী পাঠানোর গতি আমাদের কারণে ধীরে চলছে না৤ মূলত রিক্রুটিং এজেন্সির কারণে ক‍‍র্মী যাওয়ার গতি কম৤ এবিষয়ে মালয়েশিয়ার সাথে আলোচনা হতে পারে৤ তবে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ােনার বিষয়ে আমরা কোন আলোচনা করবো না৤ কারণ, আমরা সকল এজেন্সির তালিকা দিয়েছি৤ তারা সংখ্যা নি‍‍র্ধারণ করেছে৤ তাই এবিষয়ে আমরা কোন কথা বলবো না৤”

মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, ৩ সেপ্টম্বর রাতে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রতিনিধিরা৤  ৪ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব প‍‍‍‍র্যায়ের এই বৈঠক হওয়ার কথা রয়েছে৤

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয় থেকে দুটি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করতে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়৤ সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল ও সেনা কল্যাণ সংস্থার রিক্রুটিং এজেন্সির নাম পাঠিয়েছিল মন্ত্রণালয়৤