করোনার প্রভাবে ৪ লাখেরও বেশি প্রবাসী কর্মী দেশে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসী বল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি জানান, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুসারে করোনাকালে ২০২০ সালে চার লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে। এছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাশ নিয়ে ফেরত এসেছে।
বৃহস্পতিবার (১সেপ্টম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য বেগম নাজমা আকতার। একই দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থ বছর হতে ২০২০-২১ অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী সব চেয়ে বেশি গেছে ২০১৬-১৭ অর্থ বছরে আট লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। এবং সব চেয়ে কমগেছে ২০২০-১২ অর্থ বছরে দুই লাখ ৭১ হাজার ৪৪৫ জন।