দীর্ঘ ৪ বছর পর আবারও স্বাভাবিক হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। প্রথম ধাপে সফল ভাবে কর্মী প্রেরণের পর দ্বিতীয় ধাপে মালয়েশিয়ায় কর্মী গেছে ৩০ জন।
সোমবার ( ২২ আগষ্ট ) গ্রীনল্যান্ড ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাত ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেন কর্মীরা।
জানায় যায়, আগষ্টের শেষ সপ্তাহ থেকে প্রতিদিনই কর্মীদের ফ্লাইট রয়েছে । আর সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন তিন থেকে চারটি করে ফ্লাইটে কর্মী মালয়েশিয়ায় যাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকরা ।
উল্লেখ্য, ৮ আগষ্ট প্রথম ফ্লাইটে ৫৩ কর্মীর প্রথম দল মালয়েশিয়ায় যায়। এর মাধ্যমে ৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়া শুরু হয় । এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক সই হয় । এরপর ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান