ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

দেশে ফিরেছেন সৌদি প্রবাসী শিল্পী আক্তার

Print Friendly, PDF & Email

 

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরেছেন সৌদি আরবে কর্মরত গৃহকর্মী শিল্পী আক্তার। দেশে বাবা মায়ের কাছে ফিরতে পেরে দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী আক্তার। শিল্পী আক্তারের পিতা মাতা তাঁদের কন্যাকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সৌদি দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয় সৌদি প্রবাসী শিল্পী আক্তার  রবিবার (১৪ আগস্ট) ঢাকা পৌঁছান।

হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফেরার আকুতি জানিয়ে তাঁর পিতা মাতার কাছে টেলিফোনে আকুল আবেদন জানান। যা সোমবার (৮ আগষ্ট ) বাংলাদেশের স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি দূতাবাসের নজরে এলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) তাৎক্ষনিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তাঁর পাওনা আদায় করে জরুরী ভিত্তিতে দেশে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

এপ্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে কর্মরত বাংলাদেশী গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশী রিক্রটিং এজেন্সি “ফোর সাইট ইন্টারন্যাশনাল’ এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে।

দূতাবাসের আইন সহকারী সৌদি শ্রম মন্ত্রণালয়ের ‘সমর্থন ও সহায়তা বিভাগ’ এবং সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে তাঁর পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তার খরচে তাকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থাও গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে  ১৪ আগস্ট দেশে ফিরেছেন শিল্পী আক্তার।

 

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

দেশে ফিরেছেন সৌদি প্রবাসী শিল্পী আক্তার

আপডেট: ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
Print Friendly, PDF & Email

 

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরেছেন সৌদি আরবে কর্মরত গৃহকর্মী শিল্পী আক্তার। দেশে বাবা মায়ের কাছে ফিরতে পেরে দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী আক্তার। শিল্পী আক্তারের পিতা মাতা তাঁদের কন্যাকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও দূতাবাসকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সৌদি দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয় সৌদি প্রবাসী শিল্পী আক্তার  রবিবার (১৪ আগস্ট) ঢাকা পৌঁছান।

হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফেরার আকুতি জানিয়ে তাঁর পিতা মাতার কাছে টেলিফোনে আকুল আবেদন জানান। যা সোমবার (৮ আগষ্ট ) বাংলাদেশের স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি দূতাবাসের নজরে এলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) তাৎক্ষনিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তাঁর পাওনা আদায় করে জরুরী ভিত্তিতে দেশে প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

এপ্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে কর্মরত বাংলাদেশী গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশী রিক্রটিং এজেন্সি “ফোর সাইট ইন্টারন্যাশনাল’ এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে।

দূতাবাসের আইন সহকারী সৌদি শ্রম মন্ত্রণালয়ের ‘সমর্থন ও সহায়তা বিভাগ’ এবং সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে তাঁর পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তার খরচে তাকে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থাও গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে  ১৪ আগস্ট দেশে ফিরেছেন শিল্পী আক্তার।