গেল ৬ মাসের তুলনায় জুলাই মাসে কর্মী বিদেশ যাওয়ার হার সবচেয়ে কম। জুলাই মাসে বিদেশে কর্মী গিয়েছে ৭৫ হাজার ৪৯৯জন। যা গেল জুন মাস থেকে ৩২.৩৩ শতাংশ কম। জুন মাসে বিদেশ কর্মী গিয়েছিল ১ লক্ষ ১১ হাজার ৫৩৯ জন।
সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি’র প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।
পরিসংখ্যানে অনুযায়ী জুলাই মাসে সবচেয়ে বেশি কর্মী গিয়েছে সৌদিতে। দেশটিতে গেল মাসে কর্মী গিয়েছে ৩৯ হাজার ৯৬৮ জন। যা তার আগের মাসের চাইতে ৪৪.৪২ শতাংশ কম। জুনে সৌদিতে কর্মী গিয়েছিলো ৭১ হাজার ৯২০ জন।
এরপরের অবস্থানে আছে ওমান। গেল মাসে দেশটিতে কর্মী গিয়েছে ১৩ হাজার ৯৬৮ জন। যা তার আগের মাসের চাইতে প্রায় ৪.৭৪ শতাংশ কম।
এরপরের অবস্থানে আছে সিঙ্গাপুর যেখানে গিয়েছে ৫ হাজার ৩২৮ জন, আরব আমিরাতে কর্মী গিয়েছে ৪ হাজার ৮৫২ জন, কুয়েতে ২ হাজার ২৯৭ জন,কাতারে ২ হাজার ১৪৫ জন, জর্ডানে ৮৯৬ জন , দ. কোরিয়ায় ৪২৬ জন, মরিশাসে ৪৩৭ জন, মালয়েশিয়ায় ৪১ জন। এছাড়াও বিভিন্নভাবে জুলাই মাসে বিদেশে কর্মী গিয়েছে ৫ হাজার ১২৩ জন।
চলতি মাসে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ায় প্রথম ধাপে সেখানে কর্মী গিয়েছে ৫৩ জন। কর্মী যাওয়ার ধারা অব্যাহত থাকলে চলতি মাসে সবচেয়ে বেশি কর্মী বিদেশে পাঠানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।