জেলা পর্যায়ের পর এবার উপজেলাতেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- টিটিসি চালু করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার ( ২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি জানান, “মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি মানুষের মনের কথা বুঝে প্রকল্প দিয়েছেন। মানুষকে দক্ষ করে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে উপজেলা পর্যায়ে বিস্তৃত করেছেন। শুধু জেলা পর্যায়েই নয়, এখন থেকে উপজেলা পর্যায়েই প্রশিক্ষাণ নিয়ে বিদেশ যেতে পারবেন কর্মীরা।”
শহীদুল আলম এনডিসি জানান, বর্তমানে সারাদেশে ৬৪ জেলায় ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি-আইএমটি রয়েছে।
৪০টি উপজেলায় টিটিসি ও চট্টগ্রামে একটি আইএমটি নির্মাণের জন্য ২০১৬ সালে একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের ব্যয় ১ হাজার ৬৬৭ কোটি টাকা। ২০২৩ সালে এই প্রকল্পের পুরো কাজ সম্পন্ন হবে। এরই মধ্যে ২৪ টি টিটিসি প্রস্তুত হওয়ায় উদ্বোধন করা হচ্ছে।