আগামী দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়াতে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর শেষে বৃহস্পতিবার (২১ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন কবে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হবে। জবাবে ডক্টর একে আবদুল মোমেন জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের কর্মীদের সুরক্ষা বা নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে অনুরোধ জানান একে আব্দুল মোমেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। বলেন, শুধু বাংলাদেশের কর্মীদেরই নয় সকল দেশের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আইন করা হয়েছে।
মালয়েশিয়া শ্রমবাজারে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি বা ২৫ এজেন্সির সিন্ডিকেট বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সকল এজেন্সির জন্য সুযোগ দেবে না মালয়েশিয়া। এবিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, সকল এজেন্সিকে সুযোগ দিলে ব্যবস্থাপনা কঠিন হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ায় যাদের ভিসার মেয়াদ শেষ অথবা শেষের দিকে তাদের ভিসা নবায়ন করার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তখনই ভিসা নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেন।
বিস্তারিত ভিডিওতে….