হজের আনুষ্ঠানিকতা শেষে ৪১৬ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট পৌঁছালো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে । ফিরতি ফ্লাইটগুলো চলবে ৪ আগষ্ট পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০ টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় এসে পৌছায়। এরপর টার্মিনাল-২ দিয়ে হজযাত্রীরা বের হলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও জমজম কূপের পানি উপহার দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হাজিদের জন্য অতিরিক্ত দুটি গ্রিন চ্যানেল করা হয়েছে। জমজমের পানি বিতরণের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। ট্রলি নিয়ে যাতে কোনো সংকট দেখা না দেয়, সে বিষয় বিশেষভাবে তদারকি করা হবে। হাজিরা যাতে নির্বিঘ্নে বিমানবন্দর থেকে বের হয়ে বাড়ি ফিরতে পারেন, সেদিকেও খেয়াল রাখা হবে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও হাজিদের পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার।
এর আগে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হয় ৫ জুন এবং শেষ ফ্লাইট অনুষ্ঠিত হয় ৫ জুলাই। এ বছরে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন। এবার হজে গিয়ে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন