করোনা মহামারির রেশ কাটিয়ে বিদেশে কর্মসংস্থান খাতে জোয়ার বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জুন মাসে বিদেশে কর্মী গিয়েছে ১ লক্ষ ১১ হাজার ৫৩৯ জন। যা তার আগের মাসের চাইতে ৪৪ শতাংশ বেশি। অর্থাৎ গেল মে মাসে বিদেশে কর্মী গিয়েছিল ৭৭ হাজার ৪২১ জন কর্মী।
মঙ্গলবার (৫ জুলাই) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরো বা বিএমইটি’র ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।
পরিসংখ্যানে দেখা যায়, বিদেশে কর্মী যাওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে সৌদি আরব। দেশটিতে গেল জুন মাসে কর্মী গিয়েছে ৭১ হাজার ৯২০ জন। যা গেল মে মাসের তুলনায় ৬৮ শতাংশ বেশি। গেল মে মাসে দেশটিতে কর্মী গিয়েছে ৪৫ হাজার ৯১ জন।
পরিসংখ্যানে কর্মীদের পছন্দের তালিকায় সৌদি শীর্ষে অবস্থান করলেও দ্বিতীয় অবস্থানে আছে মধ্য প্রাচ্যেরই দেশ ওমান। দেশটিতে জুন মাসে কর্মী গিয়েছে ১৪ হাজার ৬৮২ জন।
জুলাইয়ের পরিসংখ্যানে আরো দেখা যায় জুন মাসে বাংলাদেশি কর্মীদের বিদেশ গমনে পছন্দের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে ৭ হাজার ৩৬৩ জন, সিঙ্গাপুরে ৫হাজার ১৫৮ জন, কাতারে ২ হাজার ৩৭৮ জন, কুয়েতে ২ হাজার ১৯৮ জন, জর্ডানে ১ হাজার ১৫৫ জন ও অন্যান্য দেশে বিভিন্নভাবে বিদেশে কর্মী গিয়েছে ৬ হাজার ৬৮৫ জন।