ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

আবারো অবৈধ উপায়ে মালয়েশিয়ার পথে বাংলাদেশি কর্মীরা

Print Friendly, PDF & Email

 

প্রায় চার বছর মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকায় আবারো অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি কর্মীরা। দালালের প্ররোচণায় সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে যাচ্ছেন অনেকেই। আবার কেউ ভিজিট ভিসায় (ই-ভিসা)  কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশ করছেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) । রাত ১টার দিকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে তাদেরকে আটক করা হয়। খবর: দ্যা স্টার, মালয়েশিয়া।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, রাত ১টার সময় পরিচালিত অভিযানের সময়  চারজন ইন্দোনেশিয়ানকেও আটক করেছে। যারা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।

কর্মকর্তা জানান, তাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। পরে একটি টহল নৌযান সেখানে পাঠানো হয় এবং কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পান তারা।

এর আগে ই-ভিসার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার অভিযোগ ডাওয়া গেছে। দুবাই এবং রিয়াদে মালয়েশিয়ার দূতাবাস থেকে ই-ভিসা সংগ্রহ করে একটি চক্র। এরপর সেই ভিসা দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পাঠানো হয়েছে বেশ কয়েকজন কর্মীকে। এমন কিছু ই- ভিসার কপি এসেছে প্রবাস বার্তার কাছে।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আবারো অবৈধ উপায়ে মালয়েশিয়ার পথে বাংলাদেশি কর্মীরা

আপডেট: ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
Print Friendly, PDF & Email

 

প্রায় চার বছর মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকায় আবারো অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি কর্মীরা। দালালের প্ররোচণায় সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে যাচ্ছেন অনেকেই। আবার কেউ ভিজিট ভিসায় (ই-ভিসা)  কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশ করছেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) । রাত ১টার দিকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে তাদেরকে আটক করা হয়। খবর: দ্যা স্টার, মালয়েশিয়া।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, রাত ১টার সময় পরিচালিত অভিযানের সময়  চারজন ইন্দোনেশিয়ানকেও আটক করেছে। যারা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।

কর্মকর্তা জানান, তাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। পরে একটি টহল নৌযান সেখানে পাঠানো হয় এবং কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পান তারা।

এর আগে ই-ভিসার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার অভিযোগ ডাওয়া গেছে। দুবাই এবং রিয়াদে মালয়েশিয়ার দূতাবাস থেকে ই-ভিসা সংগ্রহ করে একটি চক্র। এরপর সেই ভিসা দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পাঠানো হয়েছে বেশ কয়েকজন কর্মীকে। এমন কিছু ই- ভিসার কপি এসেছে প্রবাস বার্তার কাছে।