প্রায় চার বছর মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকায় আবারো অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি কর্মীরা। দালালের প্ররোচণায় সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে যাচ্ছেন অনেকেই। আবার কেউ ভিজিট ভিসায় (ই-ভিসা) কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশ করছেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) । রাত ১টার দিকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে তাদেরকে আটক করা হয়। খবর: দ্যা স্টার, মালয়েশিয়া।
মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, রাত ১টার সময় পরিচালিত অভিযানের সময় চারজন ইন্দোনেশিয়ানকেও আটক করেছে। যারা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।
কর্মকর্তা জানান, তাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। পরে একটি টহল নৌযান সেখানে পাঠানো হয় এবং কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পান তারা।
এর আগে ই-ভিসার মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার অভিযোগ ডাওয়া গেছে। দুবাই এবং রিয়াদে মালয়েশিয়ার দূতাবাস থেকে ই-ভিসা সংগ্রহ করে একটি চক্র। এরপর সেই ভিসা দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পাঠানো হয়েছে বেশ কয়েকজন কর্মীকে। এমন কিছু ই- ভিসার কপি এসেছে প্রবাস বার্তার কাছে।