মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নাগরিকের রামদার কোপে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৩ জুলাই ) স্থানীয় সময় সকাল পৌনে ৮ টার দিকে মালয়েশিয়ার কেপং এলাকার কে আইপি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশি মো: নূর আলম মানিক (৪৮) কয়েকমাস ধরে পাসার মিনি বিছমিল্লা মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। রবিবার সকালে দোকানে যান তিনি। সিসি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে ৮ টার দিকে একজন ক্রেতা (ইন্দোনেশিয়ান) নাগরিক কিছু কিনছেন। মালিক নূর আলম বাইরে গিয়ে ক্রেতার সাথে কথা বলে ভিতরে যাচ্ছেন। এই সময় পিছন দিক থেকে নূর আলমকে রামদা দিয়ে কোপাতে থাকে একজন। দৌড়ে দোকানের ভিতরে গিয়েও কোপাতে থাকলে এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে আসেন। পরে রক্তাক্ত অবস্থায় দোকানের বাইরে নূর আলমকে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নূর আলমকে সুঙ্গাইবুলু হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালেই মারা যান নূর আলম। নিহত নূর আলমের বাড়ি ঝিনাইদাহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় সুঙ্গাইবুলু থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দোনেশিয়ান নাগরিকের পরিচয় জানা যায়নি।