সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পাওয়া প্রায় ৬০ হাজার হজ যাত্রীদের অধিকাংশ পৌছেছেন সৌদি আরব। ৩ জুলাই শেষ হচ্ছে হজ ফ্লাইট।
রবিবার (৩ জুলাই) সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাঁদের ফেসবুক পেইজে এ তথ্য জানায়।
শনিবার (২ জুলাই) দুপুর ৩ টায় ৪১৯ জন বাংলাদেশী হজযাএী জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে পৌছলে সৌদি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ফুল দিয়ে হজযাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দায় অবস্থিত বাংলদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন।
২ জুলাই পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে ৫৩ হাজার ৩৬৭ জন হজ যাত্রী সৌদি আরব পৌছান। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪৯ হাজার ৫৬৫ জন।
এদিকে ১৪৭টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইটে হজ যাত্রীরা সৌদি পৌছান।
৮ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে হজ। হজ শেষে ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ১৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।