হজ যাত্রীদের নিয়ে সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যাত্রা শুরু করে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় বিজি-৩১৩১ বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান বিমানের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
তাহেরা খন্দকার বলেন , সিলেট থেকে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি । সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রুটে ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু করা হয়।
তিনি আরও বলেন, সিলেট-জেদ্দা রুটে ২ টিসহ চলতি বছরে প্রি-হজে মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া সিলেট থেকে বিমানের পরবর্তী হজ ফ্লাইট ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হয় ৫ জুন। চলতি বছরে বাংলাদেশ থেকে ৬০ হাজার মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।