নানা চেষ্টার পরও চলতি মাসে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। এবিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বেশ কিছু কারিগরি বিষয় এখনো ঝুলে রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়ন দেয়া শুরু না করায় বাকি কাজগুলো থমকে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার পর্যন্ত হাইকমিশন থেকে সত্যায়ন কার্যক্রম শুরু হয়নি। এছাড়া , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত মেডিকেল সেন্টার অনুমোদন সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় কমিটি এখনো সকল প্রতিষ্ঠান পরিদর্শনই শেষ করতে পারেনি। বিস্তারিত ভিডিওতে দেখুন।