ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

কুয়েতে প্রবাসীদের বিক্ষোভ, দেশটিতে প্রবেশে হতে পারেন আজীবন নিষিদ্ধ

Print Friendly, PDF & Email

 

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কুয়েতেও বিক্ষোভ মিছিল করে প্রবাসীরা। কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করায় তাদের গ্রেফতারের নির্দেশ দেয় দেশটির পুলিশ।

বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের গ্রেফতারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে কুয়েত কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসে।

গেল শুক্রবার (১০ জুন) কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ করা হয়। তবে সেই বিক্ষোভকারীদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না, সেটি এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। দেশটির প্রশাসন তাদের গ্রেপ্তারে কাজ করছে।

এদিকে গ্রেপ্তারকৃতদের আজীবনের জন্য কুয়েতের ভিসা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সেইসাথে উক্ত প্রবাসীরা ভবিষ্যতে যেন কুয়েতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। একইসাথে প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লির গণমাধ্যম শাখার নেতা নবীন জিন্দাল। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।

এ ঘটনায় বিবৃতি দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পশ্চিম এশিয়াসহ ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দেশ।মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে কয়েকটি দেশ।পরে নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার এবং নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

কুয়েতে প্রবাসীদের বিক্ষোভ, দেশটিতে প্রবেশে হতে পারেন আজীবন নিষিদ্ধ

আপডেট: ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
Print Friendly, PDF & Email

 

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কুয়েতেও বিক্ষোভ মিছিল করে প্রবাসীরা। কুয়েতের স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করায় তাদের গ্রেফতারের নির্দেশ দেয় দেশটির পুলিশ।

বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীদের গ্রেফতারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে কুয়েত কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসে।

গেল শুক্রবার (১০ জুন) কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ করা হয়। তবে সেই বিক্ষোভকারীদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না, সেটি এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। দেশটির প্রশাসন তাদের গ্রেপ্তারে কাজ করছে।

এদিকে গ্রেপ্তারকৃতদের আজীবনের জন্য কুয়েতের ভিসা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সেইসাথে উক্ত প্রবাসীরা ভবিষ্যতে যেন কুয়েতে প্রবেশ করতে না পারে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। একইসাথে প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লির গণমাধ্যম শাখার নেতা নবীন জিন্দাল। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।

এ ঘটনায় বিবৃতি দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পশ্চিম এশিয়াসহ ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দেশ।মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে কয়েকটি দেশ।পরে নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার এবং নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি।