মালয়েশিয়ার জহুর প্রদেশে কর্মরত শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান করেছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
শনিবার (১১ জুন) বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে জহুরবারু বাতু পাহাতে পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
কাউন্সিলর কন্স্যুলার জিএম রাসেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও ছিলেন, বাতু পাহাত ও জহুর প্রদেশের ব্যবসায়ী, কমিউনিটির নেতা ও শ্রমজীবী প্রবাসীরা।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম, লাই ফার্নিচার এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক তানকিউ চাই,
ভিটেক কমিউনিকেশন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক মিঃ মাইকেল তেহ, টিএমএল রেমিটেন্স সেন্টার এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক আলবার্ট লিম পোহ বুন, হনসওয়ার ক্যাবিনেটরি এসডিএন বিএইচডির পরিচালক মিস্টার লিম পোহ তেওট প্রমূখ।
অনুষ্টানে শ্রমজীবী প্রবাসীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো: গোলাম সারোয়ার বলেন, আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। দূতাবাসের সব কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত। তারা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সেবা দিতে।
তিনি আরও বলেন, কুয়ালালামপুর থেকে দূর প্রদেশে আপনারা যারা বসবাস করছেন, তাদের দূতাবাসের ডিজিটালাইজেশন ও পোস্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
এর আগে গত ৮ মে ক্যামেরুন হাইল্যান্ডে শ্রমজীবী প্রবাসীদে নিয়ে পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেন হাই কমিশনার।
এদিকে নতুন শ্রমিক রিক্রুটমেন্ট এবং লিগেলাইজেশন প্রক্রিয়া দ্রুত ও প্রবাসীদের সমস্যা সমাধানে দেশটির সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন শ্রমজীবী প্রবাসীরা। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উওরে হাইকমিশনার বলেন, যত দ্রুত সম্ভব নতুন শ্রমিক রিক্রুটমেন্ট নিয়ে চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি ঘোষণা ছাড়া কারো সঙ্গে পাসপোর্ট বা টাকা লেনদেন না করার পরামর্শ দেন তিনি।
এছাড়া জহুরবারুর ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশি কর্মীরা কঠোর পরিশ্রমী বলে উল্লেখ করেন এবং কর্মীদের কাজের প্রশংসা করেন। অনুষ্টানে প্রবাসী ও নিয়োগকর্তাদের মাঝে ঈদ উপহার বিতরন করেন হাই কমিশনার।