মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচসহ বিস্তারিত পদ্ধতি শিগগিরই ঘোঘণা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, এবিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার চেষ্টা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শনিবার (১১ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – বেবিচকের সহযোগিতায় নির্মিত বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।
ইমরান আহমদ বলেন, গেল ২০২১ সালের ১৯ ডিসেম্বর দু’দেশের মধ্যে সমোঝোতা স্বারক সই হয়। এর পর চলতি বছরের ২ জুন দ’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা দেয়া হয়। এখন এমওইউর আলোকেই কারিগরি বিষয় গুলো চুড়ান্তের জন্য কাজ করছে মন্ত্রণালয়।
এসময় মন্ত্রী আরো বলেন, সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব। তবে অভিবাস ব্যায় কত নির্ধারণ করা হবে এটা খুব শিগগিরই জানানো হবে।
এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও প্রবাসী কল্যান ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।