ঢাকা , শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :

প্রবাসীদের কল্যাণে বিমানবন্দরে চালু হল বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ

Print Friendly, PDF & Email

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হলো বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ। এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরের ভিতরেই বিনিময় করতে পারবেন যে কোনো দেশের মুদ্রা।

শনিবার (১১ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – বেবিচকের সহযোগিতায় নির্মিত বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ বাংক হলো প্রবাসীদের জন্য, এরই অংশ হিসেবে বিমানবন্দরে প্রবাসীদের কল্যাণে  এই বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ চালু করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, গেল এক বছরে সারা দেশে প্রবাসী কল্যাণ বাংকের ৩৫ টি শাখা উদ্বোধন করা হয়েছে। একইসাথে আগামীতে প্রত্যেক উপজেলায় একটি করে শাখা থাকবে বলেও আশা করেন ইমরান আহমদ।

এদিকে, মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে সবশেষ তথ্য জানাতে চাওয়া হলে মন্ত্রী ইমরান আহমদ বলেন, গেল ২০২১ সালের ১৯ ডিসেম্বর দু’দেশের মধ্যে সমোঝোতা স্বারক সই হয়। এর পর চলতি বছরের ২ জুন দ’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা দেয়া হয়। এখন এমওইউর আলোকেই কারিগরি বিষয় গুলো চুড়ান্তের জন্য কাজ করছে মন্ত্রণালয়।

এসময় মন্ত্রী আরো বলেন, সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব। তবে অভিবাস ব্যায় কত নির্ধারণ করা হবে এটা খুব শিগগিরই জানানো হবে।

এসময়  উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও প্রবাসী কল্যান ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয়

মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি

প্রবাসীদের কল্যাণে বিমানবন্দরে চালু হল বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ

আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
Print Friendly, PDF & Email

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চালু হলো বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ। এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরের ভিতরেই বিনিময় করতে পারবেন যে কোনো দেশের মুদ্রা।

শনিবার (১১ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ – বেবিচকের সহযোগিতায় নির্মিত বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ বাংক হলো প্রবাসীদের জন্য, এরই অংশ হিসেবে বিমানবন্দরে প্রবাসীদের কল্যাণে  এই বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ চালু করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, গেল এক বছরে সারা দেশে প্রবাসী কল্যাণ বাংকের ৩৫ টি শাখা উদ্বোধন করা হয়েছে। একইসাথে আগামীতে প্রত্যেক উপজেলায় একটি করে শাখা থাকবে বলেও আশা করেন ইমরান আহমদ।

এদিকে, মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে সবশেষ তথ্য জানাতে চাওয়া হলে মন্ত্রী ইমরান আহমদ বলেন, গেল ২০২১ সালের ১৯ ডিসেম্বর দু’দেশের মধ্যে সমোঝোতা স্বারক সই হয়। এর পর চলতি বছরের ২ জুন দ’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরেই মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা দেয়া হয়। এখন এমওইউর আলোকেই কারিগরি বিষয় গুলো চুড়ান্তের জন্য কাজ করছে মন্ত্রণালয়।

এসময় মন্ত্রী আরো বলেন, সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব। তবে অভিবাস ব্যায় কত নির্ধারণ করা হবে এটা খুব শিগগিরই জানানো হবে।

এসময়  উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও প্রবাসী কল্যান ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।