ঢাকা , রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস প্রবাসীদের কল্যাণে সফল এক উদ্যোগ ‘জীবন বীমা’: মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কা‍র্যালয়ের নজরদারিতে বিএমইটি, পরিব‍র্তনের চ্যালেঞ্জে নতুন মহাপরিচালক ২০২৪ সালে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি অনলাইনে কর্মীদের সাথে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ কর্মী ভিসায় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা মালয়েশিয়ায় মৃত্যুদন্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের হার উদ্বেগজনক, ‘অ্যান্ডি হল’ ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা

রেমিটেন্স বাড়াতে বিদেশি মিশেনগুলোতে চিঠি

Print Friendly, PDF & Email

 

দেশে প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখতে ধারাবাহিক ভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। তারই একটি নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি মিশন গুলোতে পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুন) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত এই নির্দেশনা বাংলাদেশের ৮১টি বৈদেশিক মিশনে পাঠানো হয়।

নির্দেশনায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত অনাবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স বৈধ পথে দেশে পাঠানোর ক্ষেত্রে মিশনসমূহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরো জানানো হয় , সরকার রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখার লক্ষ্যে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

একইসাথে মিশনসমূহের অধিক্ষেত্রভুক্ত অঞ্চলসমূহে বাংলাদেশের তফসিলি ব্যাংকসমূহের অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে উত্তম পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন বলে জানানো হয় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নির্দেশনায়।

এদিকে দূতাবাস থেকে ব্যাংক অফিসগুলোতে দৈনিক রেমিট্যান্স প্রেরণসংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা এবং বাংলাদেশি গ্রাহকের তালিকা সংগ্রহ করে ফোনে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলেও জান্যানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও মিশনে সংরক্ষিত প্রবাসী বাংলাদেশিদের তালিকা ব্যবহার করে এ বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট ইত্যাদিতেও রাষ্ট্রদূত বা মিশন প্রধানের পক্ষ হতে অনুরোধ সংবলিত ভিডিও বার্তা প্রচার করা যেতে পারে বলাও জানানো পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নির্দেশনায়।

Tag :
জনপ্রিয়

বাহরাইনে অবৈধদের গ্রেফতার অভিযান, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

রেমিটেন্স বাড়াতে বিদেশি মিশেনগুলোতে চিঠি

আপডেট: ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
Print Friendly, PDF & Email

 

দেশে প্রবাসী আয়ের ধারা অব্যাহত রাখতে ধারাবাহিক ভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। তারই একটি নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি মিশন গুলোতে পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুন) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত এই নির্দেশনা বাংলাদেশের ৮১টি বৈদেশিক মিশনে পাঠানো হয়।

নির্দেশনায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত অনাবাসী বাংলাদেশিদের বৈদেশিক রেমিট্যান্স বৈধ পথে দেশে পাঠানোর ক্ষেত্রে মিশনসমূহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরো জানানো হয় , সরকার রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখার লক্ষ্যে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

একইসাথে মিশনসমূহের অধিক্ষেত্রভুক্ত অঞ্চলসমূহে বাংলাদেশের তফসিলি ব্যাংকসমূহের অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে উত্তম পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন বলে জানানো হয় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নির্দেশনায়।

এদিকে দূতাবাস থেকে ব্যাংক অফিসগুলোতে দৈনিক রেমিট্যান্স প্রেরণসংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা এবং বাংলাদেশি গ্রাহকের তালিকা সংগ্রহ করে ফোনে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলেও জান্যানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও মিশনে সংরক্ষিত প্রবাসী বাংলাদেশিদের তালিকা ব্যবহার করে এ বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট ইত্যাদিতেও রাষ্ট্রদূত বা মিশন প্রধানের পক্ষ হতে অনুরোধ সংবলিত ভিডিও বার্তা প্রচার করা যেতে পারে বলাও জানানো পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নির্দেশনায়।