৪১০ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-৩০০১ ফ্লাইট হজ্জের উদ্দেশ্য চলতি বছরের প্রথম হজ যাত্রা শুরু করে।
রোববার (৫জুন) সকাল ৯ টায় হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্য হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমানটি।
করোনা মহামারির পর চলতি বছরে হজের ক্ষেত্রে কিছু নিয়ম জুড়ে দেয় সৌদি সরকার। সারা বিশ্ব থেকে ৬৫ বছরের কম বয়সী ১০ লাখ মুসল্লি এবছর হজ পালনের সুযোগ পাচ্ছেন। আর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি এবার হজ পালনের সুযোগ পাবেন। যারমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন।
এর আগে শুক্রবার (৩ জুন) ‘হজ কার্যক্রম ২০২২’ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শনিবার ইন্দোনেশিয়া থেকে আসা হজের প্রথম বিদেশি ফ্লাইটের যাত্রীদের দেশটিতে স্বাগত জানায় সৌদি সরকার।
জানা যায় বাংলাদেশে থেকে এর পরের ফ্লাইটি ৮ জুন হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে সৌদির উদ্দেশ্যে।