২২ যাত্রী নিয়ে নেপালের পোখারা বিমানবন্দর থেকে উড়াল দিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া তারা এয়ারলাইন্সের সেই বিমানের খোঁজ মিলেছে দেশটির প্রত্যন্ত এলাকা পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলার কোবান গ্রামে।
সেখানে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে নেপালের সেনাবাহিনী। তবে বিমানটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্ট।
রোববার (২৯ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় ৯এন-এটিই ছোট এই বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই খোঁজ চলছিল। পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ।
এ নিয়ে ত্রিভুবন বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, বিমানটির অবস্থান জানা গেলেও সেটি কী অবস্থায় আছে তা এখনও অজানা। তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী দল পাঠানো যায়নি। জায়গাটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় পায়ে হেঁটে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।