করোনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আরেক ভাইরাস আতংক সৃষ্টি করছে মানুষের মনে। যার নাম মাঙ্কিপোক্স। এরই মধ্যে ২০টি দেশে এর আলামত পাওয়া গেছে। আর তাই রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে দেশটির প্রবেশ পথে স্বাস্থ্য পরিক্ষার উপর আবারও জোর দিয়েছে মালয়েশিয়া সরকার।
শনিবার (২৮ মে) দেশটির উপস্বাস্থ্য মন্ত্রী দাতুক ডা. নুর আজমি গাজালি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, “বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের ঘটনা সনাক্ত হওয়া সত্যেও এই মুহূর্তে আমরা আমাদের দেশের সীমানা গেটগুলো বন্ধ করছিনা। আপাতত সেই পরিকল্পনাও নেই। ”
উপস্বাস্থ্য মন্ত্রী জানান, মালয়েশিয়ায় সংক্রমণের বিস্তাররোধ করার জন্য বিশেষ করে ভাইরাসের সংস্পর্শে আসা দেশগুল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সমস্ত প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা কঠোর করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের ব্রিফ করেছি এবং সমস্তদিক থেকে নিয়ন্ত্রণ জোরদার করছি। যদি লক্ষণগুলি সনাক্ত করা হয়, তবে দেশের প্রবেশের পয়েন্টগুলিতে থেকে ব্যবস্থা নেয়া হবে।”
এছাড়াও এমওএইচ ল্যাবরেটরি ইউনিট ভাইরাসের বিস্তার রোধে একটি গবেষণা পরিচালনা করছে বলেও জানান তিনি।
এতে করে বিমান বন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দরে কড়াকড়ি ভাবে নজর দারিতে মাঙ্কিপোক্স এর প্রাথমিক উপসর্গের খোজ করা হবে। মাঙ্কিপোক্স হলে প্রথমে জ্বর হয় এবং শরীর ব্যাথা শুরু হয়। পরে ধীরে ধীরে শরীরে গুটি বসন্তের মত সারা গায়ে ফোসকা পরে। তবে দু-সপ্তাহের মধ্যেই এই রোগ ভালো হয়ে যায়।