চলতি বছর ৬৫ বছরের নিচে হজ যাত্রীরা হজ করতে পারবেন। তবে প্রয়োজন মেডিকেল সার্টিফিকেট। আর এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাস্পাতাল কিংবা হজ অফিস মেডিকেল সেন্টার থেকে ৫টি পরিক্ষা করে টিকা গ্রহণের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট পাবেন হজ্জ যাত্রীরা।
বৃহস্পতিবার ২৬ মে ধর্মমন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ৫ টি ধাপে মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন হজ যাত্রীরা।
প্রথমত ল্যাব ইনভেস্টিগেশন রিপোর্ট , কোভিড টিকার সনদ ও নিবন্ধন ভাউচার নিয়ে সরকার কর্তৃক মোননিত টিকা দান কন্দ্রে যেতে হবে। এরপর মেডিকেল সেন্টারে সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ল্যাব ইনভেস্টিগেশন রিপোর্ট যাচাই করে টিকা গ্রহনের জন্য অনুমতি প্রদান করলে অনুমতি নিয়ে টিকা গেহণ করতে হবে।
টিকা গ্রহণের পর অন্য ডেস্কে গিয়ে হজের নিয়ম অনুযায়ী টিকা গ্রহনের তথ্য দিয়ে হজের মেডিকেল প্রফাইল পূরণ করতে হবে। মেডিকেল প্রফাইল পূরণ করার পর সাথে সাথে মেডিকেল সার্টিফিকেট জেনারেট হবে। সেকান থেকে ১ কপি হজ যাত্রীকে দেয়া হবে।
এ ছাড়া হজ যাত্রী হজের সিস্টেমে ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করে তা প্রফাইলে সংযুক্ত আকারে পাবেন যা তিনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।